ওয়েব সিরিজের পোকা? কিন্তু সব জনারের মধ্যে কেবল এমন সিরিজ পছন্দ যেগুলি থ্রিলার? রহস্য কিংবা রোমাঞ্চে বুঁদ হতে ভালবাসেন, তাহলে শুধু ইংরেজি সিরিজ কেন, ভারতীয় এমন কিছু সিরিজ আছে, যেগুলি না দেখলেই নয়। বরং, প্রথম এপিসোডে সেই যে বসবেন, আর উঠতে ইচ্ছে করবে না।
শেষ কিছু বছরে, এই ধরনের সিরিজের মাত্রা বেড়েছে। শুধু তাই নয়, এমন সিরিজ যেগুলো রহস্যে এবং থ্রিলারে ভরপুর, হিন্দি কিংবা তেলেগু ইন্ডাস্ট্রিতে কিন্তু এমন সিরিজের সংখ্যা কম নেই। কোনগুলি না দেখলে চরম মিস করবেন জানেন?
দ্যা ফ্যামেলি ম্যান: মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজ বহু মানুষ পছন্দ করেছেন। বিশেষ করে সামান্থা যেভাবে এই চরিত্রে নিজেকে ঢেলে দিয়েছেন, তাতে অবাক হয়েছিলেন অনেক। শ্রীকান্ত তিওয়ারি যিনি একজন ভীষণ সাধারণ মানুষ, কিন্তু আড়ালে ইন্টেলিজেন্সের ভূমিকায় কাজ করেন, তাঁকে নানা মিশনে যেতে হয়। আর এই সিরিজ প্রথম থেকেই থ্রিলারে ভরপুর। দেখা যাবে অ্যামাজন প্রাইমে।
মির্জাপুর: এই সিরিজের দুটি ভাগ আছে। যারা, সহজ ভাষায় থ্রিলার এবং রহস্যের সন্ধান করেন, তাঁদের কাছে এই সিরিজ বেশ পছন্দ হবে। পঙ্কজ ত্রিপাঠী থেকে আলি ফজল, দিব্যেন্দু অভিনীত এই সিরিজ অনেকেই সহজে সহ্য করতে পারবেন, আবার অনেকেই বেশিক্ষণ দেখতে পারবেন না। যদিও, অনেকে দাবি করেন এর দ্বিতীয় ভাগ খুব একটা স্টেডী না। তবে থ্রিলার সিরিজের ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। দেখা যাবে Netflix এ।
গ্যারাহ গ্যারাহ: থ্রিলারের সঙ্গে সঙ্গে যদি ফ্যান্টাসি আপনার পছন্দ হয় তবে এই সিরিজ আপনার জন্য পারফেক্ট। কোরিয়ান ড্রামা সিগন্যালের কিছুটা অনুকরণ এটি। তিনটি টাইমে এই ড্রামা বিভক্ত। এবং, রাঘব, কৃতিকা, ধ্যারিয়া অভিনীত এই সিরিজ সময়ের সঙ্গে সঙ্গে বেশ জটিল হয়ে ওঠে। এবং এটা প্রত্যেকেই নিজের নিজের মিশনে ধরা পড়ে। দেখা যাবে, Zee5 অ্যাপে।
আর্যা: সুস্মিতা সেন অভিনীত এই সিরিজের তিনটি ভাগ রয়েছে। এটি একটি নারীকেন্দ্রিক থ্রিলার সিরিজ। সুস্মিতাকে তাঁর পরিবার এবং সন্তানের জন্যই লড়াই করতে দেখা যাবে। সুস্মিতা, বরাবরই খুব স্ট্রং চরিত্রে অভিনয় করে থাকেন। এই সিরিজও তাই। দেখা যাবে Hotstar এ।
পাতাল লোক: যারা রগরগে থ্রিলার সিরিজ দেখতে পছন্দ করেন, তাঁদের পাতাল লোক দারুণ পছন্দ হবে। প্রথম ভাগে এই সিরিজ ছিল অন্যরকম। আর দ্বিতীয়বাগে নাগাল্যান্ডে পৌঁছে গিয়েছেন হাতিরাম। কিন্তু, পাতাল লোক এর দুটি ভাগেই রহস্য এবং রোমাঞ্চ ভরপুর। দেখা যাবে, অ্যামাজন প্রাইমে।