Advertisment

Mahira Khan : 'রোজ রাতে বালিশে মুখ গুজে কেঁদেছি', রণবীরের জন্য শেষ হচ্ছিল কেরিয়ার! কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ মাহিরার

Mahira-Ranbir: রণবীর কাপুরের সঙ্গে ছবি ভাইরাল হতেই কেরিয়ার শেষ! অতীত নিয়ে অকপট পাক অভিনেত্রী মাহিরা খান। এক সাক্ষাৎকারে কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রণবীরের জন্য শেষ হচ্ছিল কেরিয়ার!

রণবীরের জন্য শেষ হচ্ছিল কেরিয়ার!

Mahira Khan Tough Journey: সালটা ২০১৭, ওই বছর মুক্তি পেয়েছিল মাহিরা খান অভিনীত ব্লকবাস্টার বলিউড মুভি 'রেইজ'। শাহরুখের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন পাক অভিনেত্রী মাহিরা খান। বিটাউনে পায়ের তলার মাটি শক্ত করার আগেই ভারতে নিষিদ্ধ হয় পাক শিল্পীরা। উরি হামলার পরই পাক তারকাদের ভারতে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে মাহিরা খান-রণবীর কাপুরের বিশেষ মুহূর্তের ছবি। দুজনে একসঙ্গে ধূমপান করছিলেন। পিঠ খোলা ছোট্ট সাদা ড্রেসের ফাঁরে উঁকি দিচ্ছিল কামড়ের দাগ। 

Advertisment

রণবীর-মাহিরার ছবি ঘিরে একেবারে তোলপাড়। পাক অভিনেত্রী মনে করেন, এই ছবিই তাঁর বলিউড কেরিয়ার তৈরিতে নিষেধাজ্ঞার কারণ। সম্প্রতি   BBC Asian Network-কে দেওয়া সাক্ষাৎকারে অতীত নিয়ে মুখ খোলেন মাহিরা। পাক অভিনেত্রী অকপটে স্বীকার করেন, রণবীরের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর ভেবেছিলেন তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। মাহিরা বলেন, 'দ্য লিটল ড্রেস শিরোনামে একটি আর্টিকল বেরিয়েছিল। ওটা দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমার পরিস্কার মনে আছে আর্টিকলটি পরে আমার মনে একটাই প্রশ্ন জেগেছি, কেরিয়ার শেষ?'  

সাক্ষাৎকারে মাহিরা যোগ করেন, 'ওই আর্টিকলটায় লেখা ছিল একজন পাক তারকা যার মতো আগে কেউ খ্যাতি অর্জন করতে পারেননি। সমস্ত বিজ্ঞাপন ও সব কিছু থেকে সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। ওঁর সঙ্গে ঠিক কী হতে চলেছে? এগুলো পরছিলাম আর বিরক্ত লাগছিল।' কিন্তু, নিজের মনকে বুঝিয়েছিলাম যে এই ভাবনাগুলো তো ১৪ বছরের মাহিরার মতো। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান। দুচোখের পাতা এক করতে পারতেন না। প্রতিদিন রাতে মুখ গুঁজে কাদতেন 'রেইজ' খ্যাত অভিনেত্রী।

নিউ ইয়র্ক থেকে রণবীর-মাহিরার ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চাও হয় বিস্তর। কঠিন সময়ের মধ্যেও ডিভোর্স হওয়ার পর সন্তানকে একা লালন করেছেন মাহিরা। কিন্তু, সেসব এখন অতীত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সুখী গৃহকোণ মাহিরা খানের। ২০২৩-এ সেলিম করিমের সঙ্গে জীবনের নতুন অধ্যায় সূচনা করেন পাক অভিনেত্রী। আগামী বছর ফাওয়াদ খান ও সনম সৈয়দের সঙ্গে নেটফ্লিক্স সিরিজে দেখা যাবে শাহরুখের নায়িকাকে। 

Bollywood News bollywood movie bollywood actress
Advertisment