সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর খেলার পাশাপাশি বিখ্যাত সঞ্চালক হিসেবেও। দাদাগিরির মঞ্চে লাগাতার তিনি এতগুলো সিজন ধরে সঞ্চালনা করে চলেছেন। কিন্তু, মাঝেমধ্যে এমন কথাবার্তা বলেন, যাতে ফের শিরোনামে চলে আসেন তিনি।
Advertisment
গতকালের এপিসোডের পর সৌরভ আবার শিরোনামে। তিনি তাঁর বিয়ে নিয়ে এমন মন্তব্য করেছেন, যে ফের আলোচনায়। গতকালের পর্বে এসেছিলেন একজন ম্যারেজ রেজিস্টার। তিনি আবার চেম্বার করেন দাদার বাড়ির পাশেই। কিন্তু সৌরভ তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না।
ম্যারেজ রেজিস্টারের সঙ্গে আলাপ হয়েই দেদার খুশি সৌরভ। জনৈক ব্যক্তি বললেন, "আমার খুব ইচ্ছে ছিল দাদা আপনার বিয়েটা দেব। যাই হোক সেটা তো সম্ভব হল না।" এরপরই সৌরভ আসল কথা হাসতে হাসতে বলেন…
"আচ্ছা, ঠিক আছে। আগেরটা হয়নি ঠিক আছে, এরপরেরটা যখন করব তখনই আপনাকে ডাকব।" এটুকু শুনেই হেসে ওঠেন সবাই। এসব কী বলছেন দাদা। সেই ম্যারেজ রেজিস্টার আপত্তি করলেও দাদা সোজা এই বললেন… "না না, ম্যাডাম না করবেন না। উনি না করার মানুষ না। উনি এদিকে থাকবেন বলে মনে হয়?" যদিও সবটাই যে তিনি মজার চলে বলেছেন একথা বুঝে গিয়েছেন বেশিরভাগই।
উল্লেখ্য, দাদাগিরির মঞ্চে নানা বিষয়ে আলোচনা করে থাকেন সৌরভ। শুধু তাই নয়, জীবনের বড়সড় সিক্রেট নিয়েও আলোচনা করেন তিনি। তবে, ডোনাকে নিয়ে মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
Sourav Ganguly Birthday : 'আরেকটা বিয়ে যখন করব…', সৌরভ দাদাগিরির মঞ্চেই ম্যারেজ রেজিস্টারকে বললেন…
Sourav In dadagiri: এসব কী বলছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়? দাদাগিরির মঞ্চে দাঁড়িয়েই তিনি জানিয়েছিলেন এক মজার কথা। কেনই বা এমন কথা বলতে শোনা গেল তাঁকে?
Sourav In dadagiri: এসব কী বলছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়? দাদাগিরির মঞ্চে দাঁড়িয়েই তিনি জানিয়েছিলেন এক মজার কথা। কেনই বা এমন কথা বলতে শোনা গেল তাঁকে?
dadagiri- কী বললেন সৌরভ?
সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর খেলার পাশাপাশি বিখ্যাত সঞ্চালক হিসেবেও। দাদাগিরির মঞ্চে লাগাতার তিনি এতগুলো সিজন ধরে সঞ্চালনা করে চলেছেন। কিন্তু, মাঝেমধ্যে এমন কথাবার্তা বলেন, যাতে ফের শিরোনামে চলে আসেন তিনি।
গতকালের এপিসোডের পর সৌরভ আবার শিরোনামে। তিনি তাঁর বিয়ে নিয়ে এমন মন্তব্য করেছেন, যে ফের আলোচনায়। গতকালের পর্বে এসেছিলেন একজন ম্যারেজ রেজিস্টার। তিনি আবার চেম্বার করেন দাদার বাড়ির পাশেই। কিন্তু সৌরভ তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না।
ম্যারেজ রেজিস্টারের সঙ্গে আলাপ হয়েই দেদার খুশি সৌরভ। জনৈক ব্যক্তি বললেন, "আমার খুব ইচ্ছে ছিল দাদা আপনার বিয়েটা দেব। যাই হোক সেটা তো সম্ভব হল না।" এরপরই সৌরভ আসল কথা হাসতে হাসতে বলেন…
"আচ্ছা, ঠিক আছে। আগেরটা হয়নি ঠিক আছে, এরপরেরটা যখন করব তখনই আপনাকে ডাকব।" এটুকু শুনেই হেসে ওঠেন সবাই। এসব কী বলছেন দাদা। সেই ম্যারেজ রেজিস্টার আপত্তি করলেও দাদা সোজা এই বললেন… "না না, ম্যাডাম না করবেন না। উনি না করার মানুষ না। উনি এদিকে থাকবেন বলে মনে হয়?" যদিও সবটাই যে তিনি মজার চলে বলেছেন একথা বুঝে গিয়েছেন বেশিরভাগই।
উল্লেখ্য, দাদাগিরির মঞ্চে নানা বিষয়ে আলোচনা করে থাকেন সৌরভ। শুধু তাই নয়, জীবনের বড়সড় সিক্রেট নিয়েও আলোচনা করেন তিনি। তবে, ডোনাকে নিয়ে মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন তিনি।