/indian-express-bangla/media/media_files/2025/09/20/mohanlal-2025-09-20-20-14-55.jpg)
দাদাসাহেব ফালকে পাচ্ছেন তিনি...
ভারত সরকার শনিবার ঘোষণা করেছে, যে মালায়ালম সুপারস্টার মোহনলালকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে, মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ প্রদান করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, নির্বাচনী কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “মোহনলালের অসাধারণ সিনেমার যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর বহুমুখী প্রতিভা ও নিরলস পরিশ্রম ভারতীয় সিনেমার ইতিহাসে সোনালী অধ্যায় হয়ে থাকবে।”
মোহনলাল ১৯৭৮ সালে থিরানোট্টাম ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। চার দশকের বেশি সময়ে তিনি অভিনয় করেছেন ৪০০টিরও বেশি সিনেমায়। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি জাতীয় পুরস্কার, নয়টি কেরালা রাজ্য পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। ২০০১ সালে তিনি পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে নামুক্কু পারকান মুন্থিরিথোপ্পুকাল, কিরিদম, ভরতম, বনপ্রস্থম, মণিচিত্রথাঝু এবং থাজভারাম। সাম্প্রতিক হৃদয়পূর্বম ছবিতেও তিনি প্রধান চরিত্রে নজর কেড়েছেন।
মোহনলাল কেবল মালয়ালম নয়, তামিল, হিন্দি ও তেলুগু ছবিতেও সাফল্য পেয়েছেন। ইরুভার (১৯৯৭), কোম্পানি (২০০২) এবং জনতা গ্যারেজ (২০১৬) তাঁর অভিনয় প্রতিভার বহুমাত্রিকতা প্রকাশ করেছে। তিনি দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রবিন্দু, যা দেশ-বিদেশে নানা ভাষায় রিমেক হয়েছে।
অভিনয়ের পাশাপাশি তিনি গায়ক, প্রযোজক, থিয়েটার শিল্পী, টেলিভিশন উপস্থাপক ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার L2: Empuraan বিশ্বব্যাপী ২৬০ কোটির বেশি আয় করেছে, যা মালয়ালম সিনেমায় নতুন ইতিহাস গড়ে। দাদাসাহেব ফালকে পুরস্কারে থাকছে একটি স্বর্ণ কমল পদক, শাল এবং ১০ লক্ষ টাকা সম্মানী। প্রথম প্রাপক ছিলেন দেবিকা রানী। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে আছেন মিঠুন চক্রবর্তী, ওয়াহিদা রেহমান এবং আশা পারেখ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us