Advertisment

Dakota Johnson-Chris Martin: মুম্বাই সফরে কোল্ডপ্লের ক্রিস-ডাকোটা, নন্দী ভগবানের কানে কানে কী বললেন ফিফটি শেডস তারকা...?

Dakota and Chris: শনিবার মুম্বাইয়ে কোল্ডপ্লের প্রথম পারফরম্যান্সের আগে এই প্রেমিক যুগল শিব মন্দিরে গিয়েছিলেন। তাদের এই সফরের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chris- dakota in india

মহাদেবের সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গেল। Photograph: (ফাইল চিত্র )

Chris Martin-Dakota Johnson: রক তারকা ক্রিস মার্টিন, যিনি বর্তমানে কোল্ডপ্লের মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে ভারতে রয়েছেন, সম্প্রতি তাঁকে বান্ধবী, অভিনেত্রী ডাকোটা জনসনের সাথে মুম্বাইয়ে দেখা গেছে। শুক্রবার এই দম্পতি শ্রী বাবুলনাথ মন্দিরে গিয়েছিলেন।

Advertisment

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁরা নাকি আর প্রেমে নেই। কিন্তু সেসব ব্রেকআপের গুজব উড়িয়ে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে তাঁদের। ২০১৭ সাল থেকে একসঙ্গে রয়েছেন তারা। আর এবার তো জুটিতে ঈশ্বরের কাছেও গেলেন। মহাদেবের সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গেল।  

শনিবার মুম্বাইয়ে কোল্ডপ্লের প্রথম পারফরম্যান্সের আগে এই প্রেমিক যুগল শিব মন্দিরে গিয়েছিলেন। তাদের এই সফরের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং তাতে এই দম্পতিকে ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে। ক্রিস একটি পাউডার নীল কুর্তা সেট বেছে নিয়েছিলেন, ডাকোটা তার সফরের জন্য একটি সুতির সালোয়ার স্যুট পরেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মহাদেবের আজ্ঞাকারী নন্দী মূর্তির কানে ফিসফিস করে কথা বলছেন তিনি।

Advertisment

মন্দিরে থাকাকালীন অভিনেত্রী বেশিরভাগ সময়টা হাতজোড় করে ছিলেন। বাকিদের সঙ্গে বেশ হাসিমুখেই ঘুরতে দেখা গিয়েছে তাঁকে।  
২০১৬ সালে স্ত্রী গিনেথ প্যালট্রোর সঙ্গে বিচ্ছেদের পর ক্রিস ও ডাকোটার সম্পর্ক শুরু হয়। ক্রিসের দুটি সন্তান রয়েছে, অ্যাপল এবং মোজেস। ২০২৪ সালের শুরুর দিকে ধারণা করা হচ্ছিল ক্রিস ও ডাকোটার বিচ্ছেদ হয়ে গেছে। তবে এই দম্পতি তাদের বর্তমান ভারত সফরের সাথে সাথে এই গুজবকে থামিয়ে দিয়েছেন।

এদিকে, ভারতীয়রা এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা। কেউ বললেন এটাও দেখা বাকি ছিল। আবার কেউ বললেন, মহাদেব ব্রিটিশ ইংরেজি বোঝেন? আবার কেউ বললেন, এরা তো গরুর মাংস খায়, তারপর আবার মন্দিরে? আবার নন্দীর কাছে কথা বলছে?  

hollywood mumbai
Advertisment