/indian-express-bangla/media/media_files/2025/10/18/zaria-2025-10-18-10-21-06.jpg)
নতুন জীবনে পা
Dangal actress Zaira Wasim Marriage: জারিয়া ওয়াসিম, ২০১৬ সালের ব্লকবাস্টার মুভি দঙ্গল-এ অভিনয়ের সৌজন্যেই দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন। জায়রার সাবলীল অভিনয় দর্শক থেকে সমালোচকমহলে প্রশংসিত হলেও ধর্মের কারণে গ্ল্যামার দুনিয়া ত্যাগ করেন। তবে শুক্রের সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিলেন দঙ্গল গার্ল জায়রা ওয়াসিম। মাত্র ২৪ বছর বয়সে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে টিনসেলটাউনকে বিদায় জানিয়েছিলেন আর ২৪-এ শুরু হল দাম্পত্য। উল্লেখ্য, অভিনয় ছাড়ার পরই বিয়ের ঘোষণা করেছিলেন জায়রা। ইনস্টায় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'কবুল হ্যায় x 3।'
ছবিগুলোতে দম্পতির মুখ দেখা যায়নি। শুধু দেখা যাচ্ছে তাঁরা বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করছেন এবং পিছন ফিরে ক্যামেরায় পোজ দিচ্ছেন। জায়রা এখনও তাঁর স্বামীর পরিচয় প্রকাশ্যে আনেননি। জীবনের এই বিশেষ দিনে দঙ্গল গার্ল জায়রা পরেছিলেন উজ্জ্বল লাল রঙের বিয়ের পোশাক যেখানে নজর কেড়েছে সূক্ষ্ম সোনালি কারুকার্য। মাত্র ১৬ বছর বয়সে দঙ্গল ছবির মাধ্যমে জায়রা অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। যা পরবর্তীতে বলিউডের সর্বাধিক আয়প্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম তকমা কুড়ায়।
জায়রার সাবলীল ও শক্তিশালী অভিনয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান এনে দেয়। পরের বছরই তিনি অভিনয় করেন সিক্রেট সুপারস্টার-এ। সেই ছবিটিও বিশ্বব্যাপী ৯০০ কোটিরও বেশি আয় করে। পরপর দুটি ছবির সাফল্য, জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মান প্রাপ্তি অল্প সময়েই দক্ষ অভিনেত্রী হিসেবে সকলের নজর কেড়েছিলেন। তাঁর অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জায়রার ঝুলিতে আসে জাতীয় শিশু পুরস্কার ফর এক্সসেপশনাল অ্যাচিভমেন্ট-ও।
তবে ২০১৯ সালে, তৃতীয় ও শেষ ছবি দ্য স্কাই ইজ পিংক মুক্তির আগে জায়রা অভিনয় থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক নোটে তিনি লিখেছিলেন, 'পাঁচ বছর আগে আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর আমার সামনে জনপ্রিয়তা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। আমি হয়ে উঠেছিলাম আলোচনার টপিক, যুব সমাজের রোল মডেল, যা আমি কখনোই হতে চাইনি।'
একই পোস্টে তিনি নিজের ধর্মীয় বিশ্বাসকেই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেছিলেন জায়রা। তাঁর কথায়, 'আমি এমন এক পরিবেশে কাজ করছিলাম যা বারবার আমার ধর্মের সঙ্গে সংঘর্ষ তৈরি করছিল।' এরপর জায়রা সম্পূর্ণভাবে রূপোলি দুনিয়ার অন্তরালে চলে যান। বিয়ের পর ফের লাইমলাইটে দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম।