Darshan-Dharal Wedding Moment: একদিকে যখন সইফের উপর হামলার ঘটনায় উত্তাল বিনোদন জগৎ তখন অন্যদিকে মায়ানগরীতে বিয়ের মরশুম। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন আসনা শ্রফ। এবার বিয়ে সারলেন আরও এক জনপ্রিয় গায়ক দর্শন রাভার। কণ্ঠের জাদুতে আপামর শ্রোতার দিল জিতে নেন দর্শন। মহিলার ভক্তের সংখ্যাও অগণিত।
ধারাল সুরেলিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন। পরিবার-পরিজন ও কাছের বন্ধুবান্ধব নিয়ে প্রাইভেট সেরিমণি-তেই চার হাত এক হল দুজনের। সোশ্যাল মিডিয়ায় সেই সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেন গায়ক। নবদম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা। ধারাল সুরেলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন দর্শন। মনের মানুষের সঙ্গেই নতুন জীবন শুরু করলেন।
রূপকথার বিয়ের ছবি শেয়ার করে দর্শন লিখলেন, 'আমার সবসময়ের প্রিয় বন্ধু।' আইভরি রঙের শেরওয়ানিতে সুদর্শন সংগীতশিল্পী দর্শন। আর তাঁর প্রিয়তমা পরেছিলেন লাল রঙের ডিজাইনার লেহেঙ্গা। মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর আনন্দ নবদম্পতির চোখে মুখে। বিয়ের দিন যুগলের লাভিডাভি ছবিতে লাইক-কমেন্টের বন্যা। ২০১৪-এ 'ইন্ডিয়ানস র স্টার'-এর প্রথম সিজনে অংশ নিয়েছিলেন দর্শন।
কিন্তু, ঋতুজা মহান্তির কাছে পরাজিত হন। কিন্তু, এই শো-ই তাঁকে প্রতিষ্ঠিত হওয়ার প্ল্যাটফর্ম দিয়েছিল। ২০২৫-তে বলিউডের প্লে-ব্যাক গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেন দর্শন। ওই শো-য়ের বিচারক ছিলেন হিমেশ রেশমিয়া। 'লাভরাত্রি' ছবির গান 'Chogada' দারুণ সাড়া ফেলেছিল।
দর্শনের গাওয়া হিট গানের তালিকায় রয়েছে 'শেরশাহ' ছবির 'কভি তুমহে', 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'-র 'ধিন্দোরা বাজে রে', 'ইশক ভিশক রিবাউন্ড'-র 'সোনি সোনি'-র মতো গানগুলো। হিন্দির পাশাপাশি গুজরাটি ও তেলুগু ভাষার গানেও তুমুল জনপ্রিয়তা রয়েছে দর্শনের।
গায়কের স্ত্রী ধারাল সুরেলিয়া কে? ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে দেখা যায় তিনি একজন আর্কিটেকচর (স্থাপত্য)। CEPT, ETH, Babson, RISD-নিয়ে পড়াশোনা করেছেন দর্শনের স্ত্রী। এছাড়াও তিনি entrepreneur ও colourist।