Advertisment
Presenting Partner
Desktop GIF

Celeb Sindur Khela: নতুন বউ দর্শনার সঙ্গে নব্য নির্বাচিত সাংসদ সায়নী, তারকাদের সিঁদুর খেলা জমে উঠেছে

Celeb Sindur Khela: তিথি মানলে আজ একাদশী, কিন্তু মনে আজ বিজয়া। পাড়ায় পাড়ায় চলছে দুর্গা বরণ। তারকারাও মেতেছেন সেই আনন্দে। দেখুন সেসব ছবি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
darshana saayoni

Darshana-Sayoni Sindur Khela: জমে উঠেছে দর্শনা-সায়নীর সিঁদুর খেলা...

 তিথি মানলে আজ একাদশী। কিন্তু মানুষের মনে আজ বিজয়া। মণ্ডপে মণ্ডপে মাতৃ প্রতিমা বরণের পাশাপাশি চলছে সিঁদুর খেলা। আনন্দে মেতেছেন সাধারণ মানুষ এমনকি তারকারাও।

Advertisment

কলকাতার বুকে তারকাদের সিঁদুর খেলা বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, এবার তো দর্শনা বণিক থেকে সায়নী ঘোষ সিঁদুর খেললেন। দর্শনার এবছর বিয়ের পর প্রথম সিঁদুর খেললেন। পরনে লাল রঙের শাড়ি, সাবেকি বধূ সাজে হাজরা পার্ক মণ্ডপে তাঁকে বরণ করতে দেখা গেল। বরণ শেষে কোমর দোলালেন তিনি। এখানেই শেষ না।

তারকাদের সিঁদুরখেলা- ছবিঃ সংগৃহীত 

সেই মণ্ডপে সিঁদুর খেললেন সায়নী ঘোষ নিজেও। যাদবপুরের সংসদের পরনে ক্রিম রঙের শাড়ি। সিঁদুর খেলে নেমে এসেই সায়নী ঢাক বাজালেন। সেই ঢাকের তালে নাচলেন অনেকেই। উৎসবের মরশুমে যেন শেষ আনন্দটুকু করে নিতে চাইছেন সকলে। দর্শনার বিবাহিত জীবনের প্রথম ঠাকুর বরণ। যথারীতি, আগ্রহ যে থাকবে সেকথা পরিষ্কার। হাতে কুলো, নিয়ম মেনেই ঠাকুর বরণ করলেন তিনি।

 তারকাদের সিঁদুরখেলা- ছবিঃ সংগৃহীত 

আর অন্যদিকে সায়নী। তাঁকে দেখা গেল বিন্দাস মেজাজে। তাঁর ঢাকের তালে নাচলেন বাকিরা। অন্যদিকে, মিমি চক্রবর্তীর পুজো কেটেছে একদম পরিবার ও বন্ধুদের সঙ্গে। তিনি আজ বিজয়া উপলক্ষে তাঁর পোষ্যদের সঙ্গে নিয়েই শুভেচ্ছা জানিয়েছেন। দুই চারপেয়ে সন্তানকে সঙ্গে নিয়েই তাঁকে দেখা গেল।

 তারকাদের সিঁদুরখেলা- ছবিঃ সংগৃহীত 

উল্লেখ্য, তারকাদের বেশিরভাগ উৎসবে সামিল হয়েছেন। আবার কেউ কেউ ধর্না মঞ্চে গিয়েছেন আন্দোলনের খাতিরে। জুনিয়র ডাক্তারদের অনশনে সামিল হয়েছেন অনেকেই। এটাই যেন উৎসব তাঁদের কাছে। ন্যায় পাওয়ার উৎসব। বিচারের উৎসব। সেই তালিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র থেকে সুদীপ্তা চক্রবর্তী অনেকেই।

তারকাদের সিঁদুরখেলা- ছবিঃ সংগৃহীত 

আবার পুজো আনন্দ করতে দেখা গিয়েছে অনেককেই। কিন্তু, আজ বিজয়া। ফের একবছরের অপেক্ষা। নতুন আশার অপেক্ষা। নতুন শুরুর অপেক্ষা। তাই তো মণ্ডপে মণ্ডপে বিদায়ের মাঝেও প্রার্থনার রেশ।

Saayoni Ghosh Darshana Banik Durga Puja Durga Puja 2024
Advertisment