/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/darsana.jpg)
Darshana-Shariful: বাংলাদেশের তারকাকে নিয়ে অভিযোগ উঠল সাংঘাতিক...
অভিনেত্রী পরীমনির প্রাক্তন স্বামী হিসেবেই তিনি বেশি পরিচিত। শরীফুল রাজ কলকাতায় ছবির খাতিরে এসেছিলেন। এবং দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু, সেখানেও তাঁকে নিয়ে উঠল বিতর্ক।
টলিপাড়ার তথাকথিত সুন্দরী নায়িকাদের মধ্যে দর্শনার নাম উল্লেখ করতেই হয়। তবে, এবার তিনি ভাইরাল বেবি সেজেই সকলের মন জয় করতে আসছেন। পরনে হট পিংক এবং কালো পোশাক, তাঁকে দেখতে দিব্য সুন্দর লাগছিল। এদিকে, গানের শুটিং করতে করতে বেশ খোশমেজাজে ছবি তুলতে দেখা হেল দর্শনাকে। সঙ্গে শরীফুল খোদ।
বারের আদলে তৈরি শুটিং ফ্লোর! গানের শুটিংয়ে একে অপরকে কোম্পানি দিলেন। কিন্তু, শরিফুল দর্শনার দিকে যেভাবে তাকিয়ে রইলেন সেই নজর কেউ ভালভাবে নিলেন না। শরিফুলের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আগেও নানা কথা উঠেছে। এবং সেকারণেই পরীমনির সঙ্গে তাঁর বিচ্ছেদ পর্যন্ত হয়। এবার দর্শনার দিকে নজর খারাপ করতেই উঠল নানা প্রসঙ্গ।
সদ্য বিয়ে হয়েছে দর্শনার। দিব্যি সুখে সংসার করছেন তিনি। তাঁর মধ্যেই কাজ চলছে পুরোদমে। আর শরিফুল নাকি তাঁর দিকে বিশ্রী ভাবে চেয়ে রইলেন। সোশ্যাল মিডিয়ায় উঠল সেদিন অভিযোগ। রাজের উদ্দেশ্যে তারা বলছেন, বারবার চোখটা দর্শনার অন্যত্র যাচ্ছে। সংযত করো, নইলে দুঃখ আছে কপালে। আবার কেউ বললেন, ছেলেটা কি গাঁজাখোর? আবার কারওর কথায়, ছিঃ ছিঃ! নিজের কোনও ক্লাস নেই। আবার কেউ বললেন, দর্শনা আপু সাবধান। পরীমনি ছাল বাকল তুলে দেবে কিন্তু...
উল্লেখ্য, দুজনের কেমিস্ট্রি দেখে একদল যেমন হাসাহাসি করছেন তেমনই অন্যদল বলছেন, সৌরভ দা দেখেছে? কিছু বলছে না?