/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/darshana-1.jpg)
দর্শনা-সৌরভের বিয়ে
টলিপাড়ায় এখন একটাই চর্চা, দর্শনা এবং সৌরভের বিয়ে। বন্ধুদের বাড়িতে জমিয়ে আইবুড়োভাত খাচ্ছেন তারা। আনন্দ ধরছে না, দুই তারকার। আর বিয়ের আগে শ্বশুরবাড়ি নিয়ে যা বললেন দর্শনা...
নতুন জীবন, নতুন সব সম্পর্ক, নতুন শুরু.. ভীষণ উত্তেজিত অভিনেত্রী। সৌরভের সঙ্গে বেশিদিনের সম্পর্ক না, তাও বিয়ে করবেন এমন প্ল্যানিং সেরে ফেলেছেন। একথা, অনেকের অজানা নয়, এর আগে সৌরভের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন অনিন্দিতা। তারপর, সেই সম্পর্কে ভাঙন এবং এরপর হঠাৎ করেই দর্শনার সঙ্গে বিয়ে। অভিনেত্রী বলেন..
বেশিদিনের প্রেম নয় তাদের মধ্যে। এক থেকে দেড় বছরের প্রেম। তারমধ্যে বিয়ে? দর্শনার কথায়.. "আমরা বেশিদিন প্রেম করিনি। দেড় বছরের মতো। সৌরভের দিক থেকেই বেশি উৎসাহ ছিল বিয়ে করার। আমরা দুজনেই ভাবছিলাম বটে। তবে, আর দেরি করলাম না।" কিন্তু, আসল কাজ করে ফেলেছেন দর্শনা। বিয়ের আগেই শাশুড়ি মায়ের সঙ্গে দারুণ সম্পর্ক তার।
আরও পড়ুন - জন্মদিনে হিমালয়ের জঙ্গলে নগ্ন হয়ে ঘুরছেন বিদ্যুৎ জামওয়াল!
সংসারের বাগডোর যার হাতে, তাঁর কাছে দর্শনা বাড়ির লক্ষ্মী হয়ে উঠেছেন। এখন থেকেই হবু বৌমার ছবি, ভিডিও সবই শেয়ার করছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে কি এতই ভাল সম্পর্ক তার? দর্শনা প্রকাশ্যে বলেন...
"আসলেই! আমার উনাকে খুব পছন্দ। উনার সঙ্গে খারাপ সম্পর্ক হওয়ার, মনোমালিন্য হওয়ার কোনও সম্ভাবনা নেই। এত ফ্রেন্ডলী উনি। এত সুন্দর কথাবার্তা। আমি সত্যিই খুব ভাগ্যবান।" দর্শনার কথা শুনে এটুকু পরিষ্কার যে তিনি আগে থেকেই শাশুড়িকে নিয়ে বেশ খুশি। সামনে, আর কদিন! তারপরেই গাঁটছড়া বাঁধবেন দুই তারকা।