/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/darsa.jpg)
দর্শনা-সৌরভ
বিয়ের পর সবকিছুই নতুন নতুন। দর্শনা সৌরভের জীবনেও ব্যতিক্রম নয়। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই তারা দুজনে দৌড় মারলেন। গেলেন কই? মধুচন্দ্রিমার বদলে শহরের বুকে উড়ে বেড়াচ্ছেন কপোত কপোতী।
সৌরভ এবং দর্শনার বিয়েতে বসেছিল আসর। তারকাদের বেশিরভাগ হাজির ছিলেন এই বিয়েতে। অভিনেত্রী, সেজেছিলেন সাবেকি সাজে। কিন্তু দিন দুয়েক পার হতেই একদম সাদামাটা তিনি। সাজের স নেই! বরং একদম ক্যাজুয়াল পোশাক। এই ঠান্ডায় হুডি আর, কার্গো পরেই শহরের পাঁচতারা মলে দুই ভালবাসার মানুষ। হানিমুনে নয়...
তারা গেলেন সিনেমা দেখতে। সৌরভের সঙ্গে অনেকদিন প্ল্যান করে রেখেছিলেন। হচ্ছিল না, তাই তো বিয়ে হতেই হাত ধরে রাতের বেলা গেলেন রণবীরের অ্যানিম্যাল দেখতে। সেখানেই হাফ টাইমে কাপুর তনয়ের প্রশংসায় পঞ্চমুখ নতুন বৌ। বরের সামনেই রণবীরের প্রশংসায় ভাসলেন দর্শনা। সৌরভ বললেন, "রনবীর কাপুর মারাত্মক মারামারি করছে"। আর দর্শনা বললেন, "কী দারুণ হ্যান্ডসাম লাগছে"। তারপরেই দুজনের মধ্যে খুনসুটি চলল।
দুজনের ব্লগ নিয়েও নানা কথা। বউ ব্লগ করছেন, তাহলে সৌরভের ব্লগের কী হবে। অভিনেতা বললেন, "এর পরের ভিডিওটা আমি করব"। বরের সব কথায় রাজি তিনি। এখানেই শেষ না। দর্শনা সৌরভকে অনুরোধ করলেন, "ক্লোজ করে দাও ব্লগটা"। ফোনের ফ্রন্ট ক্যামেরা নিয়ে তারপর যা খেল দেখালেন সৌরভ। কিন্তু, প্রকাশ্যে বললেন রণবীরের অভিনয় ভাল। সিনেমাটা কতটা ভাল বলতে পারবেন না।
উল্লেখ্য, তাদের বিয়ে দারুণ আলোচনার সৃষ্টি করেছিল দর্শকমহলে। অভিনেতা সৌরভের পুরনো সম্পর্ককে টেনে দর্শনাকে নানা কথা শোনানো হয়েছে। এমনকি সৌরভের ফ্যামেলি অ্যালবামে আজও রয়েছেন অনিন্দিতা, সেই নিয়েও কটাক্ষ শুনতে হচ্ছে প্রায় রোজই।