Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ের এত সাইড এফেক্ট? দুদিন আগে নীলের সতর্ক বাণী শুনে কাহিল দর্শনা!

বিয়ের আগেই কী ফুসমন্তর দিলেন নীল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
darshana banik, sourav das, darshana sourav marriage, darshana sourav news, rajkumar hirani trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

দর্শনা-সৌরভের বিয়ে

বিয়ের মরশুম চারপাশে। ইন্ডাস্ট্রিতেও যেন ঝড় উঠেছে বিয়ের। একের পর এক চার হাত এক হচ্ছে তারকাদের। এবার পালা দর্শনা এবং সৌরভের। সামনেই বিয়ে তাঁদের।

Advertisment

দর্শনার বিয়ে উপলক্ষে টলিপাড়ায় বসেছে আইবুড়োভাতের আসর। একের পর এক বন্ধুর বাড়িতে, তিনি সাড়ম্বরে খেয়ে চলেছেন। আর সেদিন, নীল তৃনার বাড়িতে যা হল, মাথায় হাত দর্শনার। রীতিমতো, কাঁপাকাঁপি অবস্থা। কী এমন হল দর্শনার সঙ্গে?

নীল দায়িত্ব নিয়েছিলেন সৌরভের আইবুড়োভাতের। সেখানে যা নাচ নেচেছেন, তাতে ওয়েডিং ভাইব একদম পরিস্ফুট। এবার দর্শনাকে এক বিরাট, উপদেশ দিলেন নীল। কী বললেন অভিনেতা? দর্শনা তখন সবে খেতে বসেছেন। নীল পেছনে দাঁড়িয়েই গান গাইতে শুরু করলেন। গানের সুরে বললেন...

ব্যাকগ্রাউন্ডে তখন সানাই বাজছে। নীল গান ধরলেন, "তুমি বিয়ে করো না। বাড়ি ফিরেই পচতাবে। বিয়ে করেই পচতাবে। তাই, বিয়ে করো না"। আর এসব শুনে নতুন কনের অবস্থা কাহিল। মুখে চাপা দিয়ে সে হাসতে ব্যস্ত। বিয়ের এত সাইড এফেক্ট? দর্শনা যেন ভাবতেই পারছেন না।

উল্লেখ্য, একদম সাবেকি সাজে বিয়ে করবেন তিনি। সাজের সঙ্গে সঙ্গেই তাদের খাবারের মেন্যুতেও থাকছে বাঙালি খাবার। চিকেন, মাছ, মাটন কী নেই? এছাড়াও, থাকছে তারকা সমাবেশ।

Neel Bhattacharya tollywood Darshana Banik Entertainment News
Advertisment