/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/darsi.jpg)
দর্শনা-সৌরভ
সৌরভ দর্শনার বিয়ে। যদিও, গাঁটছড়া বাঁধতে বাঁধতে রাত, কিন্তু অনুরাগীদের উদ্দেশ্যে ছবি শেয়ার করতে একেবারেই দেরি করেননি তিনি। বিকেল হতেই নিজেদের বিয়ের লুক।প্রকাশ্যে এনেছেন।
এমনিও তারকা বিয়েতে, তাদের বিবাহ বাসরে কেমন লাগবে সেও নিয়েই নানা কৌতূহল থাকে সকলের। তবে, সৌরভ দর্শনার বিয়ের লুকের জন্য একেবারেই অপেক্ষা করতে হয়নি। দুজনের বিয়ের পোশাকেই থাকবে সাবেকি এবং ঐতিহ্যের ছোঁয়া, একথা আগেই বলেছিলেন তারা। নজরে এল ঠিক তেমনই।
দর্শনার পরনে লাল রঙের বেনারসি। সোনার গয়না, হালকা সাজে তিনি নজর কাড়লেন। অন্যদিকে, সৌরভ পড়েছেন আইভরি রঙের পাঞ্জাবি এবং কনট্রাস্ট হিসেবে লালের সঙ্গদ ছিলই। কিছুক্ষণ আগেই বসেছে বিয়ের আসর। অভিনেতা মালাবদল সম্পন্ন করেছেন, তাও আবার শাহরুখের স্টাইলে। আবার, তারকা সমাগম নেহাত কম নয়।
চারপাশে ফুলের সমারোহ, উলুধ্বনি, সানাই... নতুন জীবনের পথে পা বাড়ালেন দুই তারকা দম্পতি। বিয়েতে উপস্থিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় খোদ। বিয়ের পিঁড়ি থেকে উঠে দাদাকে স্বাগত জানান তিনি। নববধূ দর্শনার সঙ্গেও তিনি দেখা করেন। সকাল থেকেই তাদের গায়ে হলুদের ছবি নজরে আসছিল। দুই তারকার বন্ধুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাজানো চোখ ধাঁধানো। মেনু দেখলে চমকে যেতে হয়। এমনিও দর্শনা জানিয়েছেন, চিংড়ি, মাছ, মাটন সবই থাকবে। তবে, বেশ লাগছে অভিনেত্রীকে বিয়ের সাজে।