'হে মূর্খের দল…', আইবুড়োভাতে সবকিছুই নাটুকে-অতিরঞ্জিত! মেজাজ হারালেন দর্শনা

কী এমন হল যে রেগে গেলেন অভিনেত্রী?

কী এমন হল যে রেগে গেলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
darshana wedding, bridal shower by friends with lots of food

দর্শনার আইবুড়োভাত

নতুন জীবনের শুরু করছেন দর্শনা এবং সৌরভ। একসঙ্গে ঘর বাঁধতে চলেছেন দুই তারকা। তা, বিয়ের আগে একটু সেলেব্রেশন হবে না? আইবুড়োভাত খেলেন অভিনেত্রী।

Advertisment

পরনে লাল রন গের শাড়ি, হালকা সাজ, দর্শনার সারপ্রাইজ আইবুড়োভাত উপলক্ষে আয়োজন ছিল দারুণ। বন্ধুরা মিলে তাঁকে এত সুন্দর উপহার দেবেন যেন ভাবেন নি। বিয়ের রঙ লেগেছে, এ তো তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। সামনে এত খাবার, অবাক হয়ে গেলেন অভিনেত্রী। কী কী ছিল প্লেটে?

ফিস ফ্রাই থেকে পমফ্রেট, সাদা ভাত-পোলাও, লুচি, ইলিশ, কী নেই? আর এত খাবার দেখে মাথায় হাত অভিনেত্রীর। একা খাবেন এত খাবার? বিশ্বাসই হচ্ছে না! তবে, এতেও অনেকের সমস্যা রয়েছে। যেমন?

Advertisment

আরও পড়ুন - হিন্দি সিনেমায় মাইলস্টোন! রিলিজেই একশো কোটি পার ‘অ্যানিম্যালের’, হলের ভেতরেই ফাটল বাজি

দর্শনা যেভাবে আচরণ করলেন তাতেই সমস্যা বেশিরভাগের। সমস্ত কিছু জানা সত্বেও এত অবাক হওয়ার কী আছে? সেজেগুজে তৈরি, তিনি জানতেন না যে এসব হতে চলেছে? তাহলে এত নাটক কেন? সীমা ছাড়িয়ে যা করছেন দর্শনা এতে অনেকেই ন্যাকামোর চূড়ান্ত বলে মনে করেছেন।

কিন্তু, এহেন সব মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর। বন্ধুদের এত পরিশ্রম করে আয়োজন দেখার পরেও দর্শকদের এসব মন্তব্য পাল্টাচ্ছে না? অভিনেত্রী বললেন…

"সবার এত মতামত। সবাইকে বলতে চাই, হে মূর্খের দল! আমি জানতাম আইবুড়োভাত, কিন্তু আয়োজন যে এতবড় সেটা জানতাম না। বা কী কী রান্না হয়েছে সেটাও না। বাকিটা আমরাও মানুষ। বন্ধুদের মধ্যে মজা করে বাকিটা করা। রিলাক্স থাকুন।"

tollywood Entertainment News Darshana Banik