Advertisment
Presenting Partner
Desktop GIF

ফের ক্লাস টেনের পরীক্ষায় বসছেন অভিষেক, জুনিয়র বচ্চনের জন্য গর্বিত অমিতাভ

গর্বিত বাবা অমিতাভ কী বললেন? দেখুন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dasvi teaser, Dasvi, Abhishek Bachchan, দশভি, দশভি টিজার

অমিতাভ-অভিষেক

সোমবার সোশ্যাল মিডিয়ায় নতুন খবর দিলেন অভিষেক বচ্চন। আাবরও দশম শ্রেণীর পরীক্ষায় বসতে চলেছেন তিনি। তার জন্যে প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে। আর জুনিয়র বচ্চনের এমন উদ্যোগে গর্বিত বাবা অমিতাভ বচ্চন। ভাবছেন তো অভিষেক এই বয়সে আবার কেন ক্লাস টেনের পরীক্ষায় বসছেন? আসলে বাস্তবে নয়। এমন ঘটনা ঘটবে সিনেমার পর্দায়। সোমবার সেই ছবি 'দশভি'র টিজারই প্রকাশ্যে নিয়ে এলেন অভিষেক।

Advertisment

পয়লা ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল নেটদুনিয়ায়। জুনিয়র বচ্চন পরিচয় করিয়ে দিলেন তাঁর চরিত্র গঙ্গারাম চৌধুরীর সঙ্গে। টিজারেই দেখা গেল, জেলে অপরাধীদের শিক্ষার অধিকার নিয়ে আওয়াজ তুলেছে গঙ্গারাম ওরফে অভিষেক। বললেন, "দশম শ্রেণীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। শিক্ষা আমাদের অধিকার। জেলে বসেই ক্লাস টেনের পরীক্ষা দেব।" অতঃপর অভিনেতাকে যে এই সিনেমায় একেবারে ছকভাঙা এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, তা টিজারেই আন্দাজ করা গেল। আদ্যোপান্ত কমেডি ঘরানার ছবি। তবে সামাজিক বার্তাও রয়েছে।

‘দশভি’তে জুনিয়র বচ্চনের পাশাপাশি অভিনয় করছেন ইয়ামি গৌতম এবং নিমরত কৌরও। দুই অভিনেত্রীর লুক এবং চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে অভিষেকের পাশাপাশি। ছবিতে ইয়ামির চরিত্রের নাম জ্যোতি দেশওয়াল। আর নিমরতের চরিত্রের নাম বিমলা দেবী।

ইয়ামি গৌতম অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে নিমরত কৌরকে দেখা যাবে এক রাজনীতিকের ভূমিকায়। সিনেমার পরিচালকের আসনে তুষার জালোটা। আর জিও স্টুডিওর সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।

‘দশভি’র টিজার দেখেই মুগ্ধ নেটিজেনরা। সিকন্দর খের অভিষেকের প্রশংসা করে বললেন, 'রাজা বেটা'। অমিতাভ বচ্চন বললেন, দারুণ। অভিষেকের ভাগনি নব্যা নন্দাও মামার সিনেমা নিয়ে উচ্ছ্বসিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amitabh bachchan Nimrat Kaur Dasvi Yami Gautam bollywood Abhishek Bachchan Entertainment News
Advertisment