Actor Passed Away: 'ছ' দশকের অভিনয় জীবন শেষ! প্রয়াত কিংবদন্তি অভিনেতা

Actor Death News: তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে এ টাচ অফ ফ্রস্ট এন্ড ব্রিজ। দীর্ঘ এতগুলো বছর ধরে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুর কারণ হিসেবে কি জানানো হয়েছে?

Actor Death News: তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে এ টাচ অফ ফ্রস্ট এন্ড ব্রিজ। দীর্ঘ এতগুলো বছর ধরে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুর কারণ হিসেবে কি জানানো হয়েছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor passed away

প্রয়াত কিংবদন্তি অভিনেতা...

Actor Death News: ফের এক কিংবদন্তি অভিনেতা প্রয়াত। গতকাল রাতেই তাঁর এজেন্ট কনফার্ম করেছে তাঁর মৃত্যুর খবর। জনপ্রিয়তা পেয়েছিলেন দ্যা ক্রাউন থেকেই। না ফেরার দেশে ডেভিড কিলিক। প্রায় ৬০ বছর কাজ করেছেন তিনি। এবং নানা প্রোজেক্টে কাজ করেই জনপ্রিয় হয়ে উঠেছিল বিনোদন প্রেমীদের কাছে। ডেভিডের মৃত্যু যেন অনেককিছুই বদলে রেখে দিল।

Advertisment

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে এ টাচ অফ ফ্রস্ট এন্ড ব্রিজ। দীর্ঘ এতগুলো বছর ধরে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুর কারণ হিসেবে কি জানানো হয়েছে? নর্থ লন্ডনে মারা গিয়েছেন অভিনেতা। বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। তার এজেন্টের তরফে জানানো হয়েছে...

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের ভীষণ প্রিয় বন্ধু এবং অভিনেতা ডেভিড কিলিক মারা গিয়েছেন। শুক্রবার ৪ জুলাই তিনি মারা গিয়েছেন সেন্ট জন্স হসপাইসে। শেষ কিছুদিন খুব অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হলো না। ডেভিড এমন একজন অভিনেতা ছিলেন, ৬ দশক ধরে কাজ করছেন। এবং তার থেকেও বড় কথা, ডেভিড এমন একজন অভিনেতা যিনি তার বন্ধুদের এবং তারি সিনে দুনিয়া কে ভালবাসতেন। তাকেও অনেকে ভালোবাসতো। প্রচুর সম্মান পেয়েছেন তার ক্যারিয়ার জীবনে। এবং তাকে সকলেই খুব মিস করবে।

Advertisment

David Killick dead: The Crown and Doctor Who star dies aged 87 after ...

কিলিক ১৯৩৮ সালে মিডলসেক্সের এডমন্টনে জন্মগ্রহণ করেন। ছয় দশক ধরে অভিনয় পেশায় দীর্ঘ ক্যারিয়ার উপভোগ করেছেন। তার সবচেয়ে বড় ভূমিকার মধ্যে রয়েছে, পঞ্চম মৌসুমে দ্য ক্রাউন মেসে প্রেসিডেন্ট চরিত্রে এবং আ টাচ অব ফ্রস্ট চলচ্চিত্রে ডেভিড জেসনের পাশাপাশি প্যাথলজিস্ট চরিত্রে অভিনয় করেন।

তিনি 'আ রুম উইথ এ ভিউ' এবং 'দ্য ইম্পরট্যান্ট অব বিয়িং আর্নেস্ট টু দ্য ক্রুসিবল' পর্যন্ত বেশ কয়েকটি মঞ্চ প্রযোজনায় অভিনয় করেছিলেন। ভয়েস অভিনয়ের জন্য তিনি ডক্টর হু: দ্য লস্ট স্টোরিজ, দ্য জাজমেন্ট অফ শার্লক হোমস, ম্যাকবেথ এবং পপট্রপিকা-অন দ্য ফার্মে কৃতিত্ব অর্জন করেছিলেন।

Actor actor death news