প্রসেনজিৎ ঘনিষ্ঠ থেকে টলিপাড়ার নায়িকারা, বারবার প্রেমিকা বদলেছেন রাহুল! তাও মন গলল দেবাদৃতার?

টলিউডের নতুন জুটিকে নিয়ে নানা আলোচনা, প্রেম টিকবে তো? আশঙ্কা দেবাদৃতার...

টলিউডের নতুন জুটিকে নিয়ে নানা আলোচনা, প্রেম টিকবে তো? আশঙ্কা দেবাদৃতার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Debadrita Rahul relationship, why she chooses him, actress replied

দেবাদ্রিতা-রাহুল

বিজয়ার পর থেকে টলিউডের টক অফ দ্যা টাউন দেবাদৃতা এবং রাহুল দেব বসুর সম্পর্ক। সিঁদুর মেখে, এক রঙের পোশাক পরেই তাঁরা জানান দেন সম্পর্কের। দীর্ঘদিন এক হয়েছেন তাঁরা। তবে, এবার মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছেন।

Advertisment

দুজনেই টলিপাড়ার বেশ পরিচিত মুখ। শুধু তাই নয়, একের পর এক সিরিয়াল করেছেন দুজনে। একটি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন। রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ উচ্ছ্বসিত দেবাদৃতা। কিন্তু অনুরাগীদের মনে কু ডাকছে। কারণ? রাহুলের সঙ্গে এর আগে অনেকের সম্পর্ক ছিল। বলা বাহুল্য, বেশ শান্ত স্বভাবের তিনি। কিন্তু প্রেমে পড়েছেন বারবার। সেই তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর ঘনিষ্ঠ ঐন্দ্রিলা সেন, কিংবা বিলেতে পড়ি দেওয়া রুশা চট্টোপাধ্যায় - অনেকেই রয়েছেন।

Advertisment

গতকাল তাঁদের এক পোষ্টে, বেশ কিছুজন এমনও বলে বসেন যে, সবাইকে ছেড়ে রাহুল কেন? যার বারবার সম্পর্ক ভাঙার রেকর্ড রয়েছে? এই প্রসঙ্গেই দেবাদৃতা মুখ খুললেন। অভিনেত্রী কী বললেন?

তাঁর কথায়, "অতীত ভুলে এগোনো আসল জীবন। প্রতিটা সম্পর্কে একটা নিজস্ব ভাব থাকে। পুরনো কোনও সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও অর্থ নেই। তাই, অতীত নিয়ে ভাবার সময় আমি পাই না।" মা দুগ্গা কৈলাস পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। রাহুলের সঙ্গে প্রেম করছেন, আগামী দিনে এই জোট সরকার পরিণতি পাক, এমন আশাও করছেন অনেকে। কিন্তু, রাহুলই কেন?

অভিনেত্রী বলেন, "আজকাল মানুষের মধ্যে দয়া - নমনীয়ভাব খুব কম। সেটা রাহুলের মধ্যে আছে। তাই, তাকে ভাল লাগতে শুরু করেছিল।" অভিনেত্রীর পরিবারের তরফেও মিলেছে সম্মতি।

টলিপাড়ায় প্রেম এবং বিচ্ছেদের ঘটনা নতুন না। শ্রীমা - গৌরব কিংবা সৃজলা - রোহন, একদিকে যেমন প্রেম ভেঙেছে বহুজনের। অন্যদিকে, নীল তৃনার মত সম্পর্কের পরিণতিও পেয়েছে প্রচুর। এবার, সবটাই সময়ের অপেক্ষা। আদৌ, সবাইকে ভুল প্রমাণ করে দুজনে কবে গাঁটছড়া বাঁধেন সেটাই দেখার।

Entertainment News