ইন্দুবালা ভাতের হোটেল থেকে গান বাদ পড়েছে জয়তী চক্রবর্তীর। সেই নিয়েই একরাশ অভিযোগ করেছেন শিল্পী। সমাজমাধ্যমে সরব হয়েছেন তিনি। তাঁকে না জানিয়েই গান বাদ পড়েছে এই সিরিজ থেকে, একজন গুণীর অপমান হয়েছে …কিছুটা এমনই দাবি করেছেন তিনি।
অনেক আশা নিয়ে এই সিরিজ দেখতে বসেও নিজের গান শুনতে পান নি তিনি। ফলেই একরকম ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু সমস্ত ঘটনায় পরিচালকের নিজের কী মতামত? তিনি কি বলছেন এই বিষয়ে? ইন্দুবালার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ছাড়া আর কাউকে ভাবতে পারেন নি তিনি। কিন্তু এত বড় একটি ভুল? নাকি অন্য কিছু? সাক্ষাৎকারে আসল সত্যিটা জানিয়েছেন দেবালয় ভট্টাচার্য নিজেই।
আরও পড়ুন [ ‘মিথ্যাচার থেকে রেহাই চাই..’, ‘ইন্দুবালা’ থেকে বাদ পড়ল গান! অপমানিত-লজ্জিত জয়তী চক্রবর্তী ]
তাঁর কথায়, জয়তী চক্রবর্তীর একজন অনুরাগী তিনিও। গানটি নিদারুণ গেয়েছেন শিল্পী। অ্যালবামেও রয়েছে। সামনের দিনেই সেই গানের অফিসিয়াল ভিডিও আসবে। কিন্তু গানটি এই সিজনে নয়। বরং পরের সিজনের জন্যই ভেবে রেখেছেন পরিচালক। তাঁর কথায়, “একটা দৃশ্য দেখে গানটা গাওয়ানো হলেও পরে এডিট করতে বসে অনেক কিছুই বদল হয়। ভেবে দেখলাম, ইন্দুবালার বয়স হলে তাঁর সঙ্গে জয়তী দির গলা খুব মিল খাচ্ছে। আমার মনে হয়েছে পরিস্থিতি এবং সিজনের সঙ্গে এটাই যাবে”।
তবে, জয়তীর অভিযোগে একটু হলেও মর্মাহত পরিচালক দেবালয়। সোজাসুজি সমাজমাধ্যমে না বলে যদি ব্যক্তিগত পরিসরে কথা বলতেন শিল্পী, তাহলেই বোধহয় ভাল হত। পরিচালক বললেন, উনি আবেগপ্রবণ! তাই হয়তো সোজা সাপটা ভাবে বলে ফেলেছেন। পরিচালক সাফ জানিয়েছেন, গল্প বলার সময় এ পর্যায়ে একেবারেই মিশ খাচ্ছিল না জয়তীর গান। কিন্তু আগামী পর্বে এমন গুণী শিল্পীর গানকে অবশ্যই রাখা হবে।