/indian-express-bangla/media/media_files/2025/03/30/nGFqmTElZvD0cL83g1u5.jpg)
Debchandrima and Kiran: আর আজ তো একটি ভিডিও একসঙ্গে আপলোড করলেন তারা Photograph: (ফাইল চিত্র )
Debchandrima and Kiran: কে বলেছে, মেয়েরা মেয়েদের খারাপ চায়? মেয়েরা মেয়েদের সহ্য করতে পারে না? অন্তত, দেবচন্দ্রিমা এবং কিরণ যেভাবে একে অপরকে সাপোর্ট করেছেন, তাতে এটুকু বলা উচিত, মানুষ চাইলে সব পারে। একজন মানুষের অত্যাচারের এবং নির্যাতনের শিকার বেশ কয়েকটি মেয়ে, আর তারা যখন সব সহ্যের সীমা পার করে এক হলেন, বাকি সবকিছু যেন ফিকে হয়ে গেল।
সমাজ মাধ্যমে সায়ন্তর কান্ডকীর্তি নিয়ে হইচই পড়ে যায়। একেকজন মেয়ের সঙ্গে যে ঘটনা তিনি ঘটিয়েছেন, বলা উচিত মানসিকভাবে তাঁদের ধ্বংস করেছেন, এরপর তাঁকে নিয়ে কটাক্ষের বন্যা। মেয়েরা তো বটেই, ছেলেরা পর্যন্ত সেই ইউটিউবারকে তুলোধোনা করতে ছাড়েননি। কিন্তু, বর্তমানের চিত্রটা খুব মিষ্টি। সায়ন্তর দুই প্রাক্তন এখন মিলেমিশে এক হয়ে গিয়েছেন। দুই কন্যা যেন প্রমাণ করলেন যে নারীশক্তির জয় হয়। সত্যের পথে থাকলে সব হয়। তাই তো, দেবচন্দ্রিমার জন্মদিনের দিন যেমন কিরণকে রাত্রিবেলা তাঁর বাড়িতে দেখা গিয়েছিল।
আর আজ তো এমন একটি ভিডিও একসঙ্গে আপলোড করলেন তারা, যেই ফ্রেম দেখলে চমকে উঠতে হয়। পাশাপাশি দুজনে বসে, ভিডিও বানালেন। নানা কথা বলেন। কিরন, ধীরে ধীরে ভাল থাকার চেষ্টা করছেন। এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে। আর দেবচন্দ্রিমা মানসিকভাবে তাঁর সঙ্গে থাকার চেষ্টা করছেন। শুধু তাই নয়, পাশে থেকেই তাঁর কঠিন সময়ে সঙ্গ দিচ্ছেন। কিরণের উদ্দেশ্যে তিনি বলেন... "উল্টো দিকের মানুষটার কথা আমি জানি না। কিন্তু, চাইব ও যেন সব ভুলে নতুন করে এগিয়ে যায়। পুরোনো কথা ভুলে, দোষারোপ বা আমার সঙ্গে কী হয়েছিল এত কিছু না মনে রেখে, আগামী সময়টা ভাল করে কাটাতে হবে। সোজা ভাষায় একটা পজেটিভ এনার্জি নিয়ে কাজ শুরু হবে।"
যদিও দেবচন্দ্রিমা বেশ অবাক হয়েছেন যে কিরন এত গুণী। তাঁর কথা বলার ধরণ থেকে কন্টেন্ট সবকিছুতেই তিনি ফিদা। তাই তো বললেন, "আমি ওকে সবসময় বলি কাজে মন দাও। অনেক প্রতিভাবান তুই। নিজে হয়তো বোঝে না। একটু মোটিভেট করতে হয়। তো, ওর জন্য আমি আছি। এখন তো সবার জন্যই আমি আছি। যেভাবে আমার রিলস ছড়িয়েছে। আমার লজ্জা লাগে।" কিন্তু কিরণের কথায়, দেবচন্দ্রিমা অনেকের ভাল থাকার অনুপ্রেরণা। ওর অনেক চেষ্টার কারণেই সে আজ এই জায়গায় পৌঁছেছে। দুজনেই চাইছেন, নিজের মতো করে এগোতে। কিন্তু...
দুজনে যে কারণে এক হয়েছেন, সেই ঘটনা নিয়ে যেন নেতিবাচক কিছু না ছড়ায়। দুজনে ভালর দিকে এগিয়ে যাচ্ছেন। অভিনেত্রীকে বলতে শোনা গেল, "আমার কিরণকে ভালই লাগছে, ও আমার ভাল বন্ধু হতে পারে। বাকি তো মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে চিনতে পারে। কেউ আমাদের বন্ধুত্বে নজর দেবে না। দেওয়ার হলে অন্য কেউ দেবে। তাও আমার মনে হয় না, সেটা কাজে দেবে বলে।"
কী কী প্রমিজ করলেন একে অপরকে?
দেবচন্দ্রিমা জানান, "কিরণ আমায় প্রমিজ করেছে কাজ করবে। কাজে মন দেবে। আর ও ঘুরতে যেতে নাকি ভালবাসে। দেখা যাক, আমরা ভবিষ্যতে সেটা প্ল্যান করতে পারি কিনা। কিন্তু, একটু পাগলি আছে। হুটহাট চিৎকার চেঁচামেচি করে, তাও বেশ ভাল। কিন্তু ওর ম্যচিওরিটি খুব কম তো! আশা করছি হয়ে যাবে। খারাপ দিকটা দূরে সরিয়ে রাখলেই হল। আর ও কনটেন্ট এবং ইউটিউবে মন দেবে।"
অন্যদিকে, দেবচন্দ্রিমাকে নিয়ে কিরণ বললেন, রিয়েল লাইফ হিরো যদি কেউ হয়, তবে সেটা ও। এত কষ্ট করে জীবনে দাঁড়িয়ে সবটা করেছে। আমি একটাই কথা বলব, ও সবার থেকে শেখে। এটাই কারণ, যে এত ভাল মানুষ।