Debchandrima Singha Roy: প্রাক্তনের রেট কার্ড বের করেছেন সায়ন্ত? 'একটা চড় মারব..', মারধোর থেকে একাধিক সম্পর্ক, বিস্ফোরক দেবচন্দ্রিমা

Debchandrima Singha Roy - Kiran Mazumder: কিরণ সেই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত শুধু নয়, বরং ট্রমাটাইজেড হয়ে রয়েছেন রীতিমতো। তিনি সমাজ মাধ্যমে যে ভিডিওটি বানিয়েছিলেন, সেখানে সায়ন্তর প্রাক্তন দেবচন্দ্রিমার কাছে ক্ষমা চেয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
debchandrima singha roy-sayanta modak

Tollywood: রেগে আগুন দেবচন্দ্রিমা, কী বলছেন... Photograph: (Instagram)

Debchandrima Singha Roy - Kiran Mazumder: শেষ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির বুকে প্রেম এবং বিচ্ছেদ নিয়ে যা চলছে, তাতে করে এটুকু বলা যায়, মন এবং মানসিকতার দিন দিন অধঃপতন হচ্ছে। অন্তত দেবচন্দ্রিমা এবং কিরণ যেভাবে এখন বলে বলে গোল দিচ্ছেন, তাতে নারীশক্তির জয় বলাই যায়। সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে, বাক বিতন্ডা এবং অভিযোগের পাহাড়।

Advertisment

কিছুদিন আগেই সায়ন্ত মোদক হঠাৎ করেই প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা শুধু করেছেন এমন নয়, বরং তাঁকে নিয়ে নানা ধরনের অভিযোগ পর্যন্ত করেছেন। কিরণ সেই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত শুধু নয়, বরং ট্রমাটাইজেড হয়ে রয়েছেন রীতিমতো। তিনি সমাজ মাধ্যমে যে ভিডিওটি বানিয়েছিলেন, সেখানে সায়ন্তর প্রাক্তন দেবচন্দ্রিমার কাছে ক্ষমা চেয়েছেন। কারণ, একসময় কিরণ দেবচন্দ্রিমার নিন্দা নিজে কানে শুনেও কোনও বাধা দেননি। যদিও বা, পরিণীতা অভিনেত্রী চুপ করে থাকার মানুষ না।তিনি কিন্তু সমাজ মাধ্যমে দারুণ সরব। নিজের ইউটিউব চ্যানেল থেকেই একটি কমেন্টে কিরণের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটাও জানতে চেয়েছিলেন, যে সায়ন্ত কি তাঁর গায়ে হাত তুলেছেন? নাকি আরও অন্য কিছু করেছে? আর এই বিষয়টি সামনে আনার পর থেকেই সেই ইউটিউবারের ওপর রেগে আগুন বেশিরভাগ। গতকাল রাতে দেবচন্দ্রিমা টক্সিক বক্স নামের একটি ভিডিও বানিয়েই সায়ন্তর কান্ডকীর্তি সামনে এনেছেন।

অভিনেত্রী বলছেন, শরীর খারাপ হলে যখন ডাক্তার দেখাই। মানসিক সমস্যা থাকলে কিন্তু ডাক্তার দেখানো উচিত। কিরণ এর উদ্দেশ্যে তিনি বলছেন... "আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমার খুব খারাপ লাগছে। খুব করুণা হচ্ছে। কিন্তু, ওই যে বলে না পাপের ঘড়া পূর্ণ হলে, আসলে আমিও এই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি।" কিন্তু চার বছর আগে দেবচন্দ্রিমা যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, নিজেকে চেপে রেখে আটকে রেখে লড়াই করে গিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে আর থেমে থাকতে পারলেন না। তিনি বলছেন... "আমি আপনার সম্পর্কে একটা খারাপ কথা বলিনি। আপনার সম্মান, সো কল্ড ইমেজের ওপর কোনো আঁচ আসতে দিই নি। কিন্তু আমার এক সেকেন্ড সময় লাগত সবটা করতে। অনেক সুযোগ আপনাকে ভগবান দিয়েছে, কিন্তু আপনি শুধরান নি। আপনি আমার সম্পর্কে এমন কিছু বলেছেন, যে আমি অনেককিছু করেছি। যদি প্রাক্তনকে খারাপ করে অন্য সম্পর্কে যেতে হয়, ছিঃ! একদম না। আপনি একটা সুস্থ সম্পর্কে যান, এটাই চাইব। কারণ, কিছু মানুষ একা থাকতে পারেন না।"

Advertisment

কিরণ মজুমদারকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না। কিন্তু সেই ভিডিওটা দেখে তাঁর একটাই কথা মনে হয়েছে, যে এটা তো আমি, কিরণ না, যেন তিনি নিজেই বলছেন কথা গুলো। তাঁর কথায়, "আপনি একদম বুদ্ধিমান নন। যদি হতেন, তাহলে আমাকেও যত্ন করতেন, তাঁকেও। কারণ, দিনের শেষে যেই লক্ষী টাকা দেয়, তাঁকে পুজো করতে হয়, তাঁকে লাথি মারতে নেই। যদি লক্ষীর মুখ সামনে রেখে পয়সা আসে, তাহলে তাঁকে দিনরাত পুজো পড়ুন। অভিনেত্রী এও জানালেন, সবকিছুই ইউটিউব? সম্পর্ক ভাঙলেও ভিডিও বানাতে হবে? কতদিন একই ফর্মুলা মেনে চলবেন সায়ন্ত? অভিনেতার কথায়....

"কত নির্লজ্জ আপনি। হিসেব করতে বসবেন? আমি হিসেবটা পাঠাব? ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাই? আমার প্রত্যেকটা ভিডিও থেকে রেভিনিউ জেনারেট হয়েছে। টাকা দেওয়ার ভয়ে আপনি পালিয়ে গিয়েছেন, কারওর সঙ্গে যোগাযোগ রাখেননি। আড়াই লাখ টাকা, ৫০ হাজার ডিসকাউন্ট দিলাম। ২ লাখ পাঠান। আপনাকে আমি হারে হারে চিনি। আপনি কি আমি জানি। আমি একটা কথা বলছি, আপনার বাড়িতে তো মা আছে, বোন নেই। বাঁচা গিয়েছে, বোন নেই, আপনি সম্মান করতে পারেন না কাউকে। হাতটা এগোন, ভেঙে দিচ্ছি। দুটো হাতই। যাতে আর তোলার ক্ষমতা না থাকে। আমি কিন্তু ছবিগুলো দেখেছি।" তাহলে কি কিরণকে মেরেছেন তিনি? নিশ্চই তাই। দেবচন্দ্রিমা রাখঢাক না করেই বললেন, "একদিন ওনাকে আমিই সেলফ ডিফেন্সের জন্য মেরেছিলাম। কারণ, না মারলে আমি বেঁচে থাকতাম না।"

একাধিক সম্পর্কে জড়িয়েছেন সায়ন্ত। একটা সম্পর্কে থাকাকালীন তিনি বারবার অন্য মেয়ের সঙ্গে ধরা পড়েছেন। অভিনেত্রী বলেন, আপনি জানেন আমি কতটা ডেঞ্জারাস। আমি কিন্তু ভয়ঙ্কর। আপনার নায়িকা বান্ধবীর এখন সামনে আসা উচিত। এখানেই শেষ না। দেবচন্দ্রিমার নামে এদিক ওদিক তিনি আরও খারাপ কথা বলেছেন। হোটেলের রেট কার্ড বের করেছেন তিনি? অভিনেত্রী বলেন, আমার ব্যাকাপ দেখাবো? দেখবেন আমি কি করতে পারি? খুব মজা না, মেয়েদের কোমর হাত নিয়ে কথা বলতে? ক্যাফেতে বসে এসব হচ্ছে? এরপর যদি দেখেছি আপনাকে মেয়ে নিয়ে আলোচনা করতে, তাহলে গিয়ে একটা চড় লাগিয়ে আসব। আমি কিন্তু আপনার বাড়ি চিনি। আপনাকে আমি ছাড়ছি না।"

tollywood tollywood news Tollywood Actress debchandrima singha roy