Debchandrima Singha Roy Faced Harassment: অভিনেত্রী বলে কি তাঁর কোনো প্রাইভেসি নেই? নাকি তাঁর কোনও নিজস্ব স্বাচ্ছন্দ্য থাকতে পারে না? তাঁর পোশাকের কারণে সবসময় তাঁকে হুমকি কিংবা ধমকি কেন শুনতে হবে? এতদিনে সমস্ত সীমা পার করতেই রেগে কাঁই অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
তিনি টলিউডের সঙ্গে সঙ্গে বলিউডে সমান জনপ্রিয়। বর্তমানে কিছুদিন চর্চায় ছিলেন তাঁর পরিণীতা সিরিজের জন্য। কিন্তু, একটি ছেলের কারণেই তুমুল রেগে তিনি। তাঁর বাঁচা মরার সমস্যা হয়ে যাচ্ছে এখন। তাই তো, মেকাপ করতে করতে একরকম বিধ্বস্ত হয়েই তিনি ভিডিও করলেন। কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে তাঁর। কিন্তু, তারকাদের প্রতি এটা ভালবাসা নাকি অদ্ভুত রকমের ফ্যানডম সেই নিয়েই তিনি আপত্তি তুলছেন। অভিনেত্রী বলছেন...
"আমি এই ভিডিওটি পোস্ট করছি, তাঁর কারণ আছে। বলতে গেলে আমি এখন প্রচণ্ড ভয়ে আছি। অরিন্দম নামের একটি ছেলে, সে রীতিমতো বিরক্ত করে আমায়। আমার বাড়ি অবধি চলে আসে, দরজায় নক করে বলে যে ভেতরে ঢুকতে দাও। তাঁর কী সমস্যা আমি জানি না। তবে, আমার মনে হয় যে সে মানসিকভাবে সুস্থ না। সে নিজেকে আমার ফ্যান কিংবা হেটার্স কিছু বলেই দাবি করে না। কিন্তু, আমার ভীষণভাবে হেনস্থা করে সে।" অভিনেত্রী এরপরই জানান সে আরো কী কী করেছে। তাঁর আশেপাশের সব মানুষের ফোন নম্বর রয়েছ সেই ব্যক্তির কাছে। এমনকি তাঁদের ধমকি পর্যন্ত দেন সেই ব্যক্তি।"
অভিনেত্রী আরও বলেন, "মানুষের এত সাহস কী করে হয়ে জানি না। আমার দিকথেকে এতদিন কোনও অসুবিধা ছিল না। তবে, এখন বলতে বাধ্য হচ্ছি। আমার পোশাক আর্টিস্টকে বিরক্ত করা হয় যে কেন আমায় এধরনের পোশাক পড়ায় ও। আমাদের জীবনটা ও এতদিনে পাল্টে ফেলেছে। বিরক্ত লেগে যাচ্ছে আমার। বলতে বাধ্য হচ্ছি, যে আমি এতটা নার্ভাস যে তুতলে যাচ্ছি। আজকেও সে ফোন করেছে। আর একটা না, ২০-২৫টা নম্বর থেকে সে ফোন করে। আমার মনে হয় না এটা ভালবাসা।"
এখন রীতিমতো আতঙ্কে আছেন তিনি। ছেলেটি বারবার দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলব বলে ইনসিস্ট করায় তিনি রাজি হন। এবং তাঁরপরে এই জানান, আজকে বাধ্য হয়ে কথা বলেন তিনি। ফোন রেকর্ড করে রেখেছেন। অভিনেত্রী বলেন, ওর কথার ধরণটা পাল্টে গেল হঠাৎ করেই। শুধু তাই নয়, আমায় রীতিমতো থ্রেট করে বলছে তুমি থানা পুলিশ করবে? ভয় দেখাচ্ছ আমায়? দেখবে আমি কী করতে পারি?" অভিনেত্রী ভয়ে কাঁপছেন। এবং জানিয়েছেন তিনি আসলেই পুলিশ কমপ্লেন করে ফেলেছেন। তবে, কলকাতা শহরে যে আতঙ্কে আছেন তিনি এই বিষয়ে পরিস্কার।