Debchandrima Roy- Valentines Week: তারকা বলে কি তাঁরা মানুষ না? তাঁদের কি ব্যক্তিগত জীবন নেই? নাকি তাঁদের বিচ্ছেদে কষ্ট হয় না। আজ থেকে শুরু ভালবাসা দিবসের বিশেষ সপ্তাহ। আর এই সময় প্রেম যেন বাঁধা মানে না। কিন্তু, যারা আঘাত পান তাঁরা নিশ্চয়ই মনের সঙ্গে আপোস করতে পারেন না? এতদিনে নিজের মনের কথা সবাইকে জানালেন দেবচন্দ্রিমা।
Advertisment
গতকাল একটি ভিডিও আপলোড করেছেন যেখানে নিজের প্রেম এবং বিচ্ছেদ নিয়ে নানা কথা বলেছিলেন তিনি। যতদূর জানা যায়, এই বাংলা ইন্ডাস্ট্রিতে থাকাকালীন প্রেম এসেছিল তাঁর জীবনে। কিন্তু, সেসব এখন অতীত। মায়া কাটিয়ে এখন তিনি মায়ানগরীতে। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। কিন্তু, মন সে তো বাঁধা মানে না, তাই তো সকলের প্রশ্নের উত্তর দিলেন তিনি।
জানিয়েছিলেন, একটাও মিথ্যে কথা তিনি বলবেন না। এবং সেইমত যখনই তাঁকে জিজ্ঞেস করা হল, প্রেম করছেন কিনা, বলে বসলেন, "এখন কাজটা আমার প্রাধান্য। আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, যে কলকাতা থেকে আমি কত দূরে। সুতরাং, যখনই দুরত্ব মাথায় আসে, তখনই আমার মাথা ঠিক হয়ে যায়। না, আমি এটা বলছি না, যে প্রেম ভালবাসা খারাপ। তবে, আমার যেদিন মনে হবে যে সকলকে জানানোর আমি জানাব। একা আছি না কারওর সঙ্গে আছি, সেটা পরে জানাব, তবে আমার লাইফ এখন ঠিকঠাক। ভাল আছি।"
Advertisment
শোনা যায়, অভিনেত্রী টলিপাড়ার একজনের সঙ্গে প্রেম করতেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে কীভাবে সামলেছিলেন? অন্তরে কোনও ক্ষোভ-চাপা কষ্ট হয়েছিল তাঁর? উত্তরে তিনি বললেন, "বিশ্বাস করো, কেউ কারওর জন্য মরে না। এই যে যারা বলে বিচ্ছেদের পর যে থাকতে পারে না। কথা বলতে ভয় লাগে আজকাল। মানুষের যখন ইমশোন তৈরি হতে সময় লাগে, তেমন ভাঙলেও কষ্ট হয়। বেরিয়ে আসতে সময় লাগে। আমরা অভিনেতা অভিনেত্রীরা এটা করতে পারি না। আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, যে সময় দাও। সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। ভালবাসতে যেমন ৬ মাস, ১ বছর সময় নিয়েছিলে, তেমন ভেঙ্গে গেলেও সেটা সময় দিতে হবে।"
কিন্তু, অভিনেত্রী নিজে জানিয়ে দিলেন, তিনি প্রেম করে বিয়ে করবেন। জেনে শুনে বুঝে নিয়ে তিনি বিয়ে করবেন, সাফ একথাই বললেন। বিয়ে আলাদা সিদ্ধান্ত। প্রেম ভালবাসার মত আলাদা নয়। সেটা অনেক বড় সিদ্ধান্ত।