Advertisment
Presenting Partner
Desktop GIF

'দেবযানীর মতো গ্ল্যামারাস মেয়ে দেখিনি, খারাপ লাগে'

টলিগঞ্জের 'আন্ডার রেটেড' অভিনেতাদের নাম করতে গিয়ে টোটা রায়চৌধুরী, অভ্রজিত সরকার এবং সাগ্নিকের কথা বলেছেন সুদীপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'দেবযানী দাঁড়িয়ে থাকলে বিদ্যুৎ ঝলকের মতো লাগত', ঠিক এই ভাষাতেই অভিনেত্রী দেবযানী চ্যাটার্জির প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি। টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে 'আন্ডার রেটেড' অভিনেতাদের নাম বলতে গিয়ে বিশেষভাবে দেবযানীর কথা বলেন সুদীপ।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সুদীপ বলেন, "'এই তো জীবন' করতে গিয়ে যখন দেবযানীকে দেখে আমি চমকে যাই। ওঁর মতো সুন্দর এবং গ্যামারাস মেয়ে আমি দেখিনি। অনেকের মাঝে দেবযানী দাঁড়িয়ে থাকলে বিদ্যুৎ ঝলকের মতো লাগত। ওকে ব্যবহার করা হয়নি। কি অসাধারণ কণ্ঠ ছিল দেবযানীর"। টলিগঞ্জের 'আন্ডার রেটেড' অভিনেতাদের নাম করতে গিয়ে টোটা রায়চৌধুরী, অভ্রজিত সরকার এবং সাগ্নিকের কথা বলেছেন সুদীপ। তাঁর মতে, এঁদের সেভাবে সুযোগই দেওয়া হয়নি। অথচ, এঁরা ভাল কাজ করার ক্ষমতা রাখেতেন।

দেবযানী চ্যাটার্জির প্রতিভার প্রতি সুবিচার না হওয়ায় সুদীপের গলায় আক্ষেপ স্পষ্ট। তবে এই অভিনেত্রীর প্রতি সুবিচার হয়নি না তিনি নিজেই নিজের প্রতি সুবিচার করেননি, অস্ফুটে সে প্রশ্নটিও তুলেছেন সুদীপ মুখার্জি।

tollywood
Advertisment