Debjani Chatterjee: 'শাড়ি যারা সামলাতে পারে না তারা...', ফের একবার মেয়েদের পোশাক নিয়ে বিতর্ক উস্কে দিলেন দেবযানী?

Women sharee controversy - Tollywood: মেয়েদের শাড়ি পড়া নিয়ে কী বললেন দেবযানী?

Women sharee controversy - Tollywood: মেয়েদের শাড়ি পড়া নিয়ে কী বললেন দেবযানী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
debjani chatterjee, debjani tollywood, debjani chatterjee news, debjani chatterjee update, debjani chatterjee on saree controversy

saree controversy- কী বলছেন দেবযানী?

শাড়ি পড়া নিয়ে বিতর্ক লেগেই আছে। মেয়েরা কিভাবে শাড়ি পড়বে সেই নিয়ে কথা কম নয়। মমতা শঙ্কর নিজেই উস্কে দিয়েছেন সেই বিতর্ক। রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো মেয়েরা কিভাবে শাড়ি পরে, বিশেষ করে মেয়েদের শালীনতা এবং অশালীনতা বিষয়টির ওপর নানা মন্তব্য করেন তিনি।

Advertisment

এরপর থেকেই শুরু হয় বিতর্ক। মেয়েরা শাড়ি কিভাবে পড়বে, আঁচল কিভাবে থাকবে - নানা মানুষ নানাভাবে প্রতিবাদ করেন। শুধু তাই নয়, তারকারাও তাতে মন দিয়েছিলেন। কেউ প্রতিবাদ করেছিলেন আবার কেউ কেউ মমতা শঙ্করের সঙ্গে সহমত হয়েছিলেন। আর এবার দেবযানী চট্টোপাধ্যায় কী বললেন।

নিজের মন্তব্যের পরেই তিনি বলেন, এবার আবার বিতর্কের সৃষ্টি হবে। অভিনেত্রী শাড়ি পড়েন। তিনি শাড়ি পড়তে পছন্দ করেন। এবার ফের একবার হাসির ছলেই বিতর্ক উস্কে দিলেন। বললেন...

Advertisment

আমি শাড়ি পড়তে ভীষণ ভালবাসি। শুধু তাই নয়। আমার মনে হয় শাড়ির থেকে স্মার্ট পোশাক আর কিছুই হতে পারে না। যারা শাড়ি ক্যারি করতে পারে না, তারা কিছুই পারে না। সরি! এটুকু বলেই তিনি হেসে দেন। কিন্তু শাড়ি পড়ার ধরণ প্রসঙ্গে অভিনেত্রী এও বলেন...

কে কিভাবে শাড়ি পড়বে সেটা আমি জানি না। সেটা তাঁর নিজের ব্যাপার। স্টাইল নিয়ে আমি কিছু বলতে পারব না। সেটা, একান্ত তাদের নিজের ব্যাপার। কিন্তু, আমি একদম সাবেকীভাবে শাড়ি পরতে ভালবাসি। খুব একটা এক্সপেরিমেন্ট করি না। উল্লেখ্য, বাংলা টেলিভিশনের পাশাপাশি সিনে দুনিয়ায় বেশ পরিচিত মুখ দেবযানী। বর্তমানে সিরিয়ালেও অভিনয় করছেন।

tollywood Entertainment News