scorecardresearch

বড় খবর

ডিসেম্বরে নজরে যে ৫টি বাংলা-হিন্দি-ইংরেজি ওয়েব সিরিজ

December Web Streaming: বছরের শেষ মাসটিতে রয়েছে বেশ কয়েকটি জমজমাট ওয়েব সিরিজ। কয়েকটি এসে গিয়েছে ইতিমধ্যে, অন্যগুলির স্ট্রিমিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি।

December web streaming on Hoichoi Zee5 Netflix
বাঁদিকে 'ইনসাইড এজ' সিজন টু ও ডানদিকে 'মন্টু পাইলট'-এর পোস্টার।
বছরের শেষ মাসেও ওয়েব-মাধ্যম বেশ জমজমাট। গত মাসের শেষে যেমন এসেছে ‘আউট অফ লাভ’, ‘লিটল থিংস সিজন ৩’ অথবা ‘ব্রোকেন বাট বিউটিফুল সিজন ২’, তেমনই এই মাসেও বেশ কয়েকটি ওয়েবসিরিজ রয়েছে নজরে। হিন্দি-বাংলা-ইংরেজি মিশিয়ে তেমন ৫টি সিরিজের কথা রইল–

মন্টু পাইলট

১৩ ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু হইচই-এর বহু প্রতীক্ষিত সিরিজ ‘মন্টু পাইলট’-এর। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, সোলাঙ্কি রায়, সুব্রত দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, অলিভিয়া সরকার ও অন্যান্যরা। যৌনপল্লির প্রেক্ষাপটে একটি মর্মস্পর্শী ভালবাসার গল্প দেখতে পাবেন দর্শক এই সিরিজে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় অত্যন্ত সমাদৃত সিরিজের ট্রেলারটি যা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে–

ইনসাইড এজ সিজন টু

৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন প্রাইম-এর এই সিরিজটির দ্বিতীয় সিজনের স্ট্রিমিং। রিচা চাড্ডা, বিবেক ওবেরয়, অঙ্গদ বেদি, সায়নী গুপ্তা, সিদ্ধান্ত চতুর্বেদী ও সপনা পাব্বি রয়েছেন মুখ্য ভূমিকায়। ক্রিকেটের রাজনীতি নিয়ে নির্মিত এই সিরিজের প্রথম সিজনটি শেষ হওয়ার পর থেকেই নেট-দর্শকদের প্রতীক্ষা ছিল দ্বিতীয় সিজনে গল্পটি কোন খাতে এগোয়। দেখে নিতে পারেন সিরিজের দ্বিতীয় সিজনের প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে–

 

দ্য চার্জশিট

জিফাইভ অ্যাপে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই সিরিজের স্ট্রিমিং। প্রকাশ্য দিবালোকে খুন হয় এক ব্যাডমিন্টন খেলোয়াড়। প্রতিশোধ স্পৃহা, রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সরকারিভাবে কোনও কিছু গোপন করার চেষ্টা– ঠিক কী উদ্দেশ্য রয়েছে এই খুনের পিছনে তা নিয়েই এই থ্রিলার সিরিজ। শশান্ত সাহ পরিচালিত এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন অরুণোদয় সিং, ত্রিধা চৌধুরী, শিব পণ্ডিত, হৃষিতা ভাট, অশ্বিনী কালেসকর, কিশোরী সাহানে, শক্তি আনন্দ এবং সিকন্দর খের। নীচে রইল ট্রেলার–

 

রংবাজ ফিরসে ( সিজন টু)

রাজনীতির চক্রব্যূহে আটকে পড়া এক যুবকের গল্প ‘রংবাজ’। প্রথম সিজনের পর থেকেই ওয়েব দর্শক অপেক্ষায় ছিলেন গল্পের পরবর্তী অংশের। জিমি শেরগিল, গুল পনাগ, শারদ কেলকার, স্প্রুহা যোশি, হর্ষ ছায়া ও সুশান্ত সিং অভিনীত সিরিজের দ্বিতীয় সিজনটির স্ট্রিমিং শুরু হবে আগামী ২০ ডিসেম্বর থেকে জিফাইভ অ্য়াপে। যাঁরা প্রথম সিজনটি দেখেননি, তাঁরা এর মধ্যে দেখে নেওয়ার সময় পাবেন। রইল দ্বিতীয় সিজনের ট্রেলার লিঙ্ক–

 

দ্য উইচার

যাঁরা ‘গেম অফ থ্রোনস’ জাতীয় ফ্যান্টাসি সিরিজ দেখতে ভালবাসেন, তাঁদের ভাল লাগতে পারে ‘দ্য উইচার’। এই সিরিজটি নেটফ্লিক্সে আসছে আগামী ২০ ডিসেম্বর। আন্দ্রে সাপকোস্কির উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজের মুখ্য চরিত্র একজন মনস্টার হান্টার। কিন্তু তার যাত্রা যে পৃথিবীর বুকে সেখানে মানুষ পশুদের থেকেও বেশি ক্রুর। অ্যাকশনে ভরপুর এই সিরিজের ট্রেলারটি দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে–

এ ছাড়াও আরও বেশ কিছু সিরিজ রয়েছে এই মাসের স্ট্রিমিংয়ের তালিকায় যেগুলি ইতিমধ্যেই উচ্চ-প্রশংসিত ও বহু-চর্চিত। তার মধ্যে যেমন রয়েছে ‘মারভেলাস মিসেস মেইজেল’-এর সিজন ৩, যা প্রথম সিজন থেকেই সমালোচকদের প্রশংসা পেয়েছে। আবার ‘রাগিণী এমএমএস রিটার্নস’ সিজন টু-এর মতো সিরিজও রয়েছে যা বহু দর্শকের চর্চার বিষয়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: December web streaming on hoichoi zee5 amazon prime netflix