বিয়ের দিন ঘোষণা করলেন দীপিকা-রণবীর

Deepika Padukone and Ranveer Singh announce wedding date: দীপিকা নিজেই টুইট করেছেন তাঁদের বিয়ের কার্ড।

Deepika Padukone and Ranveer Singh announce wedding date: দীপিকা নিজেই টুইট করেছেন তাঁদের বিয়ের কার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুইটারে বিয়ের কার্ড প্রকাশ করলেন দীপিকা-রণবীর।

দীপিকা আর রণবীরের বিয়েটা কবে হচ্ছে? শেষ পর্যন্ত হবে তো? এই ধরনের প্রশ্নগুলোই বেশ কয়েকমাস ধরে ঘোরা ফেরা করছিল টিনসেল টাউনের অলিতে গলিতে। তবে এবার জল্পনার অবসান। কারণ, শেষ পর্যন্ত কনে নিজমুখেই বিয়ের দিন-ক্ষণ সব জানিয়ে দিলেন। রবিবার দীপিকা তাঁদের বিয়ের কার্ড টুইট করেছেন। সেই কার্ডে দেখা যাচ্ছে, চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই সেলেব।

Advertisment

কার্ডে লেখা হয়েছে, "আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভাল লাগছে যে ১৪ ও ১৫ নভেম্বর'২০১৮-তে আমরা বিয়ে করছি...আমাদের দু'জনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালবাসার জন্য অশেষ ধন্যবাদ। আর ভালবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, সে জন্য আপনাদের আশীর্বাদ চাইছি"। এবার কার্ডটি দেখুন-

Advertisment
View this post on Instagram

????????

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

আরও পড়ুন- অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর ভূমিকায় দীপিকা,পরিচালনায় মেঘনা গুলজার

জানা যায়, সঞ্জয়লীলা বনশালীর 'গোলিও কি রাসলীলা রাম লীলা' ছবির শুটিং-এর সময় প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। একসঙ্গে তাদের শেষ ছবি সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত। যদিও ছবিতে একটিও দৃশ্য একসঙ্গে ছিলনা তাদের। প্রসঙ্গত, এবছরের সবথেকে বিতর্কিত ও বক্সঅফিসে ব্যবসা করেছে এই ছবি। রবিবারই কফি উইথ করণের ষষ্ঠ সিজনের প্রথম এপিসোডে টেলিকাস্ট। আর সেখানে অতিথি দীপিকা। ঠিক তার কয়েকঘন্টা আগেই অভিনেত্রী নিজে টুইট করলেন বিয়ের আমন্ত্রন পত্র।

Read this story in English

bollywood deepika padukone