Deepika Padukone: রণবীরের কোলে সন্তান! সেপ্টেম্বরের আগেই মা হলেন দীপিকা?

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি, তাহলে কি খবর সত্যি?

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি, তাহলে কি খবর সত্যি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Deepika Padukone and Ranveer Singh watch kalki 2898 together ranveer talked about the pregnancy

deepika padukone pregnancy: দীপিকাকে নিয়ে কী বলছেন রণবীর?

দীপিকা নাকি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন? অভিনেত্রী অন্তঃসত্বা কিনা এই নিয়েও প্রশ্ন উঠেছিল বারবার। কিন্তু সেসব জল্পনা এখন অতীত। তিনি বহুবার নিজের বেবি বাম্প নিয়ে হাজির হয়েছেন প্রকাশ্যে...

Advertisment

অভিনেত্রীর সেপ্টেম্বরে ডেলিভারি হওয়ার কথা থাকলেও গতকাল থেকেই একটা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রণবীরের কোলে একটি বাচ্চা, দীপিকা শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। এমন ছবি দেখে আঁতকে উঠেছেন বেশিরভাগ। তাহলে কি সন্তান এসে গিয়েছে তাঁদের জীবনে? এই নিয়ে সমাজ মাধ্যমে কোনও আপডেট নেই তো!

রণবীর যে বাচ্চাটিকে ধরে রয়েছেন, গোলাপী রঙের তোয়ালেতে মোড়ানো। পাশাপাশি, দীপিকার মুখে হাসি ধরছে না। সেপ্টেম্বর মাসে, দীপিকার ডিউ ডেট। কিন্তু তাঁর আগেই দুই তারকা দম্পত্তি বাবা মা হয়ে গেলেন, এই নিয়েই উঠছে প্রশ্ন।

কতটা সত্যি এই গল্প?

Advertisment

গতকাল সন্ধ্যা থেকে ভাইরাল এই ছবি। কিন্তু সংবাদ মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে যে এই ছবির কোনও সত্যতা নেই। বরং সম্পূর্ণটাই ফেক, মিথ্যে প্রযুক্তি দিয়ে বানানো। এই খবরের কোনও যৌক্তিকতা নেই। রণবীর এবং দীপিকা নিজেদের প্রেগন্যান্সির খবর যখন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাহলে সুখবর আসলেও জানাবেন, এমনটাই আশা করছেন ভক্তরা।

publive-image

উল্লেখ্য, শেষ কিছুদিন আগে আম্বানি পরিবারের বাড়িতে দীপিকাকে লাল রঙের পোশাকে দেখা যায়। বেশ নজড় কেড়েছিলেন তিনি।

bollywood deepika padukone Entertainment News