Ramayana: পর্দার রামকে 'দশরথ' হিসেবে মানতে পারবেন না, অরুণকে নিয়ে বড় কথা 'সীতা মা' দীপিকার..

Ramayana - Arun Govil: রামানন্দ সাগরের রামায়নে একসঙ্গে দেখা গিয়েছিল অরুণ এবং মা সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিকলিয়া। সেই মানুষটাই, রামায়ণে থাকছেন রাজা দশরথ হিসেবে। রণবীরের বাবার চরিত্র তাকে দেখা যাবে।

Ramayana - Arun Govil: রামানন্দ সাগরের রামায়নে একসঙ্গে দেখা গিয়েছিল অরুণ এবং মা সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিকলিয়া। সেই মানুষটাই, রামায়ণে থাকছেন রাজা দশরথ হিসেবে। রণবীরের বাবার চরিত্র তাকে দেখা যাবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arun

অরুণ গোবিলকে নিয়ে যা বললেন...

বেশ কিছুদিন ধরে রামায়ণ নিয়ে আলোচনা তুঙ্গে। রণবীর কাপুর রাম হিসেবে রয়েছেন এবার নিতিশ তিওয়ারির রামায়নে। সেই নিয়েও নানান ধরনের আলোচনা হয়েছে। কেউ বলেছিলেন, রনবীর প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করার কথা বলেছিলেন তাকে রাম হিসেবে কি করে মেনে নেওয়া যায়? কিন্তু এবার আলোচনায় রয়েছেন, পর্দার আরেক রাম। রাম বলতেই ভারতবাসীর চোখের সামনে যে মানুষটি ভেসে ওঠেন, তিনি অরুন গোবিল।

Advertisment

রামানন্দ সাগরের রামায়নে একসঙ্গে দেখা গিয়েছিল অরুণ এবং মা সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিকলিয়া। সেই মানুষটাই, রামায়ণে থাকছেন রাজা দশরথ হিসেবে। রণবীরের বাবার চরিত্র তাকে দেখা যাবে। এবং এই খবর কানে আসতেই পর্দার মা সীতা দীপিকার খুব মন খারাপ। অরুণ গোবিল এক এমন  ব্যক্তিত্ব, যাকে দেখলেই শ্রদ্ধায় মানুষ হাতজোড় করে ফেলে। তিনি সারা ভারতে পূজনীয় পর্দার রাম হিসেবে। আজ এত বছর পরও তাকে নিয়ে সবসময়ই আলোচনা হয়। কিন্তু তিনি যখন দশরথের চরিত্রে অভিনয় করছেন, তখন দীপিকার কি বক্তব্য?

Bollywood Director: পকেটে ৩০ টাকা নিয়ে মারা যান পরিচালক, মেয়েকে অর্…

বর্ষিয়ান অভিনেত্রী সাফ জানিয়েছেন, কোনদিন যদি তাকে অভিনয় করতে হয় তবে তিনি সেটা হিসেবেই অভিনয় করবেন। অভিনেত্রীর কথায়, রাম ছাড়া কোন অন্য চরিত্র তাকে অভিনয় করতে দেখা, আমি জানিনা। মানে আমি তো কোনদিন তাকে রামছাড়া অন্য কোন চরিত্রে সেভাবে কল্পনা করিনি। তিনি রাম ছিলেন এবং আমি সীতা। আমার পক্ষে তাকে দশরথ হিসেবে দেখাটা একটু আউট অফ কন্টেক্স। আমি মনে করছি এটা হয়তো তার নিজস্ব পছন্দ। এবং আমিও দর্শক হিসেবে এটাই ফিল করছি তাঁকে রাম ছাড়া অন্য ভূমিকায় কী করে দেখব। এখানে থামলেন না তিনি...

Advertisment

এই ধরনের চরিত্র যারা অভিনয় করেন তারা মানুষের মনে অন্য রকম ভাবে গেঁথে যান। অভিনেতা মোহিত রায়নার পক্ষেও ঠিক সেটাই হয়েছিল। শিব বলতে যেন মানুষের চোখে তিনি ভেসে ওঠেন। অন্যদিকে, শ্রীকৃষ্ণ বলতে ভেসে ওঠেন নীতিশ ভরদ্বাজ এবং সৌরভ রাজ জৈন। দীপিকা আরও বললেন, এই ধরনের চারিত্রিক ইমেজ ব্রেক করা খুব কঠিন। কেউ যদি রামের ভূমিকায় অভিনয় করে থাকে তবে তার রামই হওয়া উচিত। অভিনেত্রী এও জানালেন, নীতেশের রামায়ণের জন্য তাঁকে কিছুই বলা হয়নি। তাই অন্য কোন চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা, সেই নিয়েও সন্দেহ আছে তাঁর।

Entertainment News Today Entertainment News Arun Govil Ramayan