/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/deepika-1.jpg)
রণবীর গেলেন কোথায়?
রণবীর-দীপিকার মধ্যে দোনামনা! ঘর ছাড়লেন অভিনেতা? আর তাঁকে খুঁজতেই শেষে পুলিশের দ্বারস্থ দীপিকা। কিন্তু কেন? কী এমন হল দুজনের মধ্যে?
সারারাত নাকি বাড়ি থেকে গায়েব রণবীর। চিন্তার চোটে ছাপ পরেছে চোখে মুখে। শেষে রণবীরের খোঁজ না পেয়েই পুলিশের কাছে গেলেন। তারপর? শুনতে অবাক লাগলেও। এই ঘটনা আসলেই ঘটেছে। কিন্তু, বাস্তবে নয়। রণবীর-দীপিকা ছাড়াও ঘটনার সঙ্গে জরিয়েছেন রামচরণ খোদ। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর নিজেও। তারপর?
সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তাঁর। পুলিশের সামনে গিয়েই তাঁকে বলতে শোনা গেল, "আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ" । তারপরই, দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রামচরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তেধীরে খোলাই ভাল।
আরও পড়ুন < প্রয়োজনের থেকে অত্যধিক টাকা নেন শিলাজিৎ! কিন্তু কেন? >
আরও পড়ুন < স্বর্ণমন্দিরে গণ্ডগোল! রোষানলে পরিণীতি চোপড়া, কিন্তু কেন? >
উল্লেখ্য, আদৌ এটি ছবি নাকি সিরিজ সেটি এখনও বোঝা না গেলেও এটুকু পরিষ্কার যে নতুন প্রজেক্ট দিয়েই ঝটকা দিতে চলেছেন তাঁরা। ধীরে ধীরে খুলবে রহস্যের জট। তাঁর জন্য অপেক্ষা করতে হবে। দর্শকদের ধারণা এমনই যে এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে রণবীরের ঠিক কি সম্পর্ক এই সিরিজে, সেটিও এখন পরিষ্কার নয়।