Dipika Kakkar: 'জীবন অনিশ্চিত', ক্যানসারের পর একাধিক উপসর্গ, ভাল নেই অভিনেত্রী?

এর আগে দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমও এক ভ্লগে জানিয়েছিলেন যে, দীপিকার ক্যান্সার পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকায় তার যত্ন নেওয়া এখন সবচেয়ে বড় দায়িত্ব।

এর আগে দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমও এক ভ্লগে জানিয়েছিলেন যে, দীপিকার ক্যান্সার পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকায় তার যত্ন নেওয়া এখন সবচেয়ে বড় দায়িত্ব।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
১১ দিন হাসপাতালে থাকার পর...

এখন কেমন আছেন তিনি?

Dipika Kakkar Health: ২০২৫ সাল অভিনেত্রী দীপিকা কক্করের জীবনে ছিল, এক কঠিন অধ্যায়। জনপ্রিয় টেলিভিশন তারকা, সেলিব্রিটি মাস্টারশেফ-এর মাধ্যমে ছোট পর্দায় আবারও ফিরে এলেন। কিন্তু কাঁধের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে মাঝপথেই অনুষ্ঠান ছাড়তে হয়। এরপর এপ্রিল মাসে জানা যায়, দীপিকা লিভারের ক্যান্সারে আক্রান্ত। মে মাসে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাধীন। তবে টার্গেট থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াগুলির সঙ্গে নিয়মিত লড়ছেন এই অভিনেত্রী।

Advertisment

সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে দীপিকা তার স্বাস্থ্যের নতুন আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, নিয়মিত রক্ত পরীক্ষা করার পর জানা গেছে যে ক্যান্সার চিকিৎসার কারণে, তার থাইরয়েডের মাত্রা বেড়ে গেছে। পাশাপাশি তিনি তীব্র চুল পড়া ও মুখের আলসারের সমস্যাতেও ভুগছেন। দীপিকা বলেন...

বুধের সকালে দুঃসংবাদ! দিল্লিতে অকালমৃত্যু ঋষভের

“আমার রিপোর্টে দেখা গেছে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কয়েকদিন ধরে পেট ফোলা, ক্লান্তি হচ্ছে আর মেজাজের গরমিল অনুভব করছি। গত দুই দিন ধরে মুখের আলসারও বেড়েছে।”

Advertisment

তিনি আরও যোগ করেন, "থাইরয়েডের ওষুধের ডোজ বাড়ানো হয়েছে। চার সপ্তাহ পর আবার পরীক্ষা করতে হবে। ডাক্তার বলেছিলেন, টার্গেট থেরাপির সময় সাধারণত চুল পড়ে না, কিন্তু আমার ক্ষেত্রে পড়ছে। এখন মাথায় ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, তাই শিগগিরই হেয়ার প্যাচ ব্যবহার শুরু করব।" দীপিকা জানান, তার টার্গেট থেরাপির ওষুধ আরও প্রায় দেড় বছর চলবে। তিনি বলেন, "এই ওষুধ, কাজ করবে বলে আমি আশাবাদী। ক্লান্তি, ঘুম, রক্তের মাত্রা ওঠানামা- সবই নিয়মিত পরীক্ষা ও যত্নের মাধ্যমে সামলানো সম্ভব। জীবন অনিশ্চিত, তাই সুস্থ ও সুখী থাকা খুব জরুরি। যতটা পারি, ভালো স্মৃতি তৈরি করতে চাই।" 

Chitrangada Singh: হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা! উৎসব আবহে কী এমন হল তাঁর?

এর আগে দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমও এক ভ্লগে জানিয়েছিলেন যে, দীপিকার ক্যান্সার পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকায় তার যত্ন নেওয়া এখন সবচেয়ে বড় দায়িত্ব।

cancer Entertainment News Today Dipika Kakar