/indian-express-bangla/media/media_files/2025/08/24/cats-2025-08-24-14-47-28.jpg)
প্রকাশ্যে দুয়ার মুখ
Dua padukone Singh face Revealed: রূপোলি দুনিয়ার তারকাদের জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেতে উৎসুক থাকে সাধারণ মানুষ। বিশেষ করে সেলিব্রিটিদের সন্তানের মুখদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। কিন্তু, তারকারা তো সদ্যোজাত সন্তানের মুখ দেখান না। নির্দিষ্ট সময়সূচী মেনেই স্টার কিডদের সামনে আনেন সেলেব পেরেন্টস। সেই তালিকায় রয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। তাঁরাও এখুনি সন্তানের মুখ প্রকাশ্যে আনতে চান না। ২০২৪-এর ৮ সেপ্টেম্বর দীপবীরের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। মেয়ের জন্মের পর মুষ্টিমেয় পাপারাজ্জিদের বাড়িতে ডেকে পার্টিও দিয়েছিলেন। সেই সঙ্গে মেয়ের মুখদর্শন করিয়ে ছবি ফাঁস না করার অনুরোধ করেছিলেন। তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল দীপিকা-রণবীরের একরত্তির ছবি।
আরও পড়ুন মারকাটারি অ্যাকশন অবতারে বলিউডের মস্তানি, 'পুষ্পারাজ' আল্লুর সঙ্গে জুটিতে দীপিকা
এই ঘটনায় খুবই বিরক্ত দীপিকা-রণবীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে মায়ের কোলে রয়েছে দুয়া। আর সেই সময় তারকা কন্যার মুখ স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরায়। অভিযোগ, ভিডিওটি দীপিকা-রণবীরের অনুমতি ছাড়াই শুট করা হয়েছে। ওই ভিডিওতে দীপিকাকে স্পষ্টভাবে বলতে শোনা যায় তিনি ওই তথাকথিত ভক্তকে এভাবে বিনা অনুমতিতে ছবি তোলার জন্য কঠোরভাবে ভর্ৎসনা করছেন। শুধু দীপবীরই নন, এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জুটির ভক্তরা।
earlier it was with Virushka and now Deepveer don't u all hve some moral & ethics Deepika clearly not comf showing Dua's face so can u all respect their privacy & fgs stop sharing her pics maintain some decorum
— Aman (@AmanDVSJ) August 23, 2025
এক অনুরাগীর আর্জি, অনুগ্রহ করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলুন। কারণ দীপিকা ও রণবীর তাঁদের কন্যার ছবি শেয়ার করার অনুমতি দেননি। আরেকজন মন্তব্য করেন, 'আমি মনে করি না যে এটি পোস্ট করা উচিত, বিশেষ করে যখন বাবা-মা অনুমতি দেননি।' এক টুইটার ব্যবহারকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'আমি এই মানুষগুলিকে ঘৃণা করি। দীপিকা স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি চান না তাঁর সন্তানের মুখ প্রকাশ্যে আসুক। তবুও এক তথাকথিত ‘ফ্যান’ ভিডিও বানাল। দীপিকার আপত্তি জেনেও শেয়ার করলেন।'
Just seen Dua’s Padukone face
— लिण्डो 🌸🇿🇦 (@rosasincendia) August 23, 2025
I hate you people with a burning passion , Deepika specifically said she doesn’t want her child’s face out there and yet a so called “ fan” felt the need to video it even though you can see Dp not happy in the clip and you still shared it anyway pic.twitter.com/RshpKRHqE5
প্রসঙ্গত, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। গত বছর রোহিত শেট্টির কপ-ড্রামা সিংহম এগেইন-এ শেষবার একসঙ্গে কাজ করেন তাঁরা। সিনেমার ট্রেলার লঞ্চে রণবীর রসিকতা করে বলেছিলেন, 'এটা আমার সন্তানের ডেবিউ, বেবি সিম্বা।। আসলে দীপিকা শুটিংয়ের সময় প্রেগন্যান্ট ছিলেন।
আরও পড়ুন 'স্পিরিট' বিতর্কের মাঝেই বিরাট উদ্যোগ, বাবার জন্মদিনে বড় ঘোষণা দীপিকার, শুনলে তাজ্জব বনে যাবেন