/indian-express-bangla/media/media_files/2025/03/10/lYxWpsUyoWfOB05czVR4.jpg)
Deepika Padukone: যা বলেন দীপিকা... Photograph: (Instagram)
সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' এবং নাগ আশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের প্রস্থান নিয়ে বলিউডে শুরু হয়েছিল জোর গুঞ্জন। শোনা গিয়েছিল, অভিনেত্রী প্রতিদিন মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি তুলেছিলেন। প্রযোজকদের কাছে এই দাবি অগ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি এই দুটি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এখন, একাধিক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলি এই বিষয়ে মুখ খুলেছেন।
'৮ ঘণ্টা কাজের দাবি অযৌক্তিক নয়'
Brut India-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তাঁর এই দাবিকে 'হাস্যকরভাবে অন্যায্য' বলা মোটেও ঠিক নয়। তিনি বলেন, "আমি যা চাইছি, তা কোনও অস্বাভাবিক বা অন্যায্য দাবি নয়। যারা এই ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর কাজ করেছেন, তারাই জানেন আমাদের কাজের পরিবেশ কতটা কঠিন। আমি নিজে একজন শীর্ষ তারকা হয়েও দেখি, অনেক সময় সেটে অবস্থা স্বস্তিদায়ক নয়- তাহলে ভাবুন, ক্রু সদস্যদের জন্য কতটা কঠিন!"
তিনি আরও বলেন, "আমিই প্রথম নই যে ৮ ঘণ্টার কাজের সময়সূচি চেয়েছি। বহু পুরুষ অভিনেতা বহু বছর ধরে এমনভাবে কাজ করছেন। কিন্তু কখনও তাঁরা শিরোনামে আসেননি। তখন কেউ প্রশ্ন তোলেনি, কিন্তু আমি যখন বলি, বা এরকম কোনও দাবি করি, তখন তা খবর হয়ে যায়।"
'ভালো কাজের পরিবেশই সবার প্রাপ্য'
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রতিক্রিয়া কি লিঙ্গবৈষম্যজনিত? দীপিকা জানান, "আমি জানি না এটা লিঙ্গবৈষম্যের প্রশ্ন কিনা, কিন্তু আমি দৃঢ়ভাবে বলব- উন্নত কাজের পরিবেশ, ভারসাম্যপূর্ণ কাজের সময় এবং পারস্পরিক সম্মানের পক্ষে। যদি সেটা কারও পছন্দ না হয়, তবে আমাদের একসাথে কাজ করার কোনও বাধ্যবাধকতা নেই।"
আরেক সাক্ষাৎকারে (CNBC 18) তিনি আরও যোগ করেন, "ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পুরুষ সুপারস্টার বছরের পর বছর ৮ ঘণ্টা করে কাজ করেন, সোমবার থেকে শুক্রবার কাজ করেন, কিন্তু সপ্তাহান্তে নয়। অথচ সেটা নিয়ে কখনও বিতর্ক হয়নি। একজন নারী যখন একই দাবি তোলেন, তখন সেটাই খবরে উঠে আসে।"
‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে প্রস্থান
দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ, যারা এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে লিখেছিল — "We find no partnership moving forward"- পোস্টে তারা আরও ইঙ্গিত দেয় যে দীপিকা প্রকল্পটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে রাজি ছিলেন না।
অল্প সময়ের মধ্যেই দীপিকা ঘোষণা করেন শাহরুখ খান অভিনীত 'কিং'- এ তাঁর নতুন চরিত্রের কথা। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, "সিনেমা তৈরির অভিজ্ঞতা আমার কাছে এর সাফল্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটের মানুষগুলিই সিনেমাকে বিশেষ করে তোলে।" অনেকেই মনে করেন, এটি বৈজয়ন্তী মুভিজের প্রতি তাঁর এক সূক্ষ্ম প্রতিক্রিয়া।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ দীপিকার পাশাপাশি রয়েছেন শাহরুখ খান, সুহানা খান এবং অভিষেক বচ্চন। এছাড়া, তিনি অ্যাটলি পরিচালিত ‘AA22xA6’ ছবিতে আল্লু অর্জুনের সাথেও অভিনয় করবেন।