Deepika-Ranveer Daughter Dua Photo: দেখতে দেখতে রণবীর-দীপিকার মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের তিন মাস অতিক্রান্ত। চলতি বছরের ৮ সেপ্টেম্বর দীপবীরের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজকন্যা। গণেশ চতুর্থীতেই ঘরে পড়েছে 'লক্ষ্মী' -র পদধূলি। রণবীর-দীপিকার মেয়ের তিন মাসের জন্মদিনে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করেছেন দুয়ার ঠাম্মি।
স্টার কিডের জীবনের খুঁটিনাটি জানতে মুখিয়ে রয়েছে দীপবীর জুটির ভক্তরা। দীপাবলিতে দুয়ার উজ্জ্বল লাল বর্মের সুন্দর ডিজাইন করা প্যান্ট পরে দুয়ার ছোট্ট দু'পায়ের ছবি শেয়ার করেছিলেন তারকা মম দীপিকা পাডুকোন। ওই ছবি পোস্ট করে মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন সেলেব পেরেন্টস।
এরপর থেকেই দুয়ার ছবি দেখতে উদগ্রীব অনুরাগীরা। কিন্তু, মেয়ের মুখ আপাতত আড়ালেই রাখছেন রণবীর-দীপিকা। দিলজিৎ-এর কনসার্ট দেখে ফেরার পথেও দুয়াকে এমনভাবে কোলে নিয়েছিলেন দীপিকা যাতে পাপারাৎজ্জিদের ক্যামেরা থেকে দূরে থাকে ছোট্ট দুয়া। এদিকে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর-দীপিকার মেয়ের ছবি।
AI-এর মাধ্যমে সমাজমাধ্যমের পেজে হু হু করে ভাইরাল দুয়ার ছবি। একরত্তিকে নিয়ে দাঁড়িয়ে আছেন দীপবীর, যা দেখে তো একেবারে তোলপাড় নেটপাড়া। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি ছবি। সেখানে অবশ্য দুয়ার মাথায় একটু অংশ দেখা যাচ্ছে।
রণবীর-দীপিকার পরনে ধবধবে সাদা পোশাক। দীপিকার কোলে দুয়া আর রণবীর স্ত্রী-সন্তানকে আগলে রয়েছেন। এই রকমই একটি ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর বা দীপিকা কেউই সমাজমাধ্যমের অফিসিয়াল পেজ মারফৎ মেয়ের ছবি শেয়ার করেননি। একটি ফ্যাক্ট চেক টিমের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এক মহিলার মুখের উপর দীপিকার মুখ বসিয়ে ছবিটি বানানো হয়েছে।
প্রসঙ্গত, মেয়ের জন্মের পর মাতৃত্বকালীন সুখ একেবারে চেটেপুটে উপভোগ করছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং থেকে সিনেমার প্রচার সবটাই করেছেন দীপিকা। কিন্তু, মা হওয়ার পর নিজেকে আপাতত মেয়ের সঙ্গেই পুরো সময়টা কাটাচ্ছেন বলিউডের মস্তানি। দীপভীর কবে তাঁদের ছোট্ট দুয়ার মুখ প্রকাশ্যে আনেন সেই অপেক্ষায় জুটির ভক্তরা।