Advertisment
Presenting Partner
Desktop GIF

Deepika-Ranveer Daughter: প্রথমবার মেয়েকে নিয়ে লোকসম্মুখে দীপিকা-রণবীর, দুয়াকে নিয়ে কোথায় গেলেন তাঁরা?

Deepika-Ranveer Daughter: কিছুদিন আগেই তাঁরা মেয়ের ছোট্ট পায়ের ছবি দিয়ে জানিয়েছিলেন মেয়ের নাম রেখেছেন দুয়া। কারণ, সে তাঁদের কাছে প্রার্থনার ফল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
deepika ranveer daughter dua

 Deepika-Ranveer Daughter:ঠিক যেমন উত্তেজনা রণবীর আলিয়ার মেয়েকে নিয়ে ছিল, ঠিক তেমনই দীপিকা এবং রণবীর সিং কন্যাকে নিয়েও একই আগ্রহ রয়েছে দর্শকের। তাঁরা দু মাসের একরত্তি মেয়েকে দেখতে খুব আগ্রহী।

Advertisment

কিছুদিন আগেই তাঁরা মেয়ের ছোট্ট পায়ের ছবি দিয়ে জানিয়েছিলেন মেয়ের নাম রেখেছেন দুয়া। কারণ, সে তাঁদের কাছে প্রার্থনার ফল। যদিও বা কেউ কেউ এমনও ধরে নিয়েছেন দীপিকা তাঁর বোন এবং তাঁর মা তিনজনের নামের প্রথম অক্ষরকে কেন্দ্র করেই  'DUA' নাম রেখেছেন।

আর এই নাম নিয়েই শুরু হয়েছিল অভিযোগ। এর আগে করিনা কাপুরের দুই সুপুত্র তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খানের নাম নিয়েও জব্বর আলোচনা হয়েছিল। কেউ কেউ এমনও বলেছিলেন এমন দুজনের নামে ছেলেদের নাম রেখেছেন করিনা যারা ভারতের রাজতন্ত্রের ইতিহাসে কলঙ্ক। এবার দীপিকার মেয়ের নাম নিয়েও শুরু হয়েছিল আলোচনা। দুয়া আসলে কোন ধর্মের নাম? হিন্দু না মুসলিম ...

দু মাসের মেয়ের নাম শুনে যা যা আলোচনা উঠল, তাতে চমকে উঠতে হয়। যদিও, বেশিরভাগ এমনিই বলেন, নামের কোনও ধর্ম হয় না। তাই এই নিয়ে কথা না বললেই ভাল। আর আজ প্রথমবারের মত দীপিকা মেয়েকে নিয়ে বেরোলেন। কন্যাকে নিয়ে কোথায় গেলেন তিনি?

সমাজ মাধ্যমে ভাইরাল সেসব ভিডিও। সাদা রঙের তোয়ালে মুড়িয়ে মেয়েকে নিয়ে প্রথমবারের মতো বাইরে বেরলেন নতুন বাবা মা। দীপিকার পরনে হালকা গোলাপী রঙের পোশাক। তাঁকে সকলের থেকে ঢেকে রেখেই বিমানবন্দরে ঢুকলেন দীপিকা। একঝলক তাঁকে দেখার জন্য, সকলেই উদগ্রীব হয়ে ছিলেন। কিন্তু, সেটা সম্ভব না।

তারকারা তাঁদের সন্তানদের ফেস রিভিল করবেন, এ যেন উৎসব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিরাট এবং অনুষ্কার পর থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে। দীপভীরের মেয়েকে কেমন দেখতে হবে সেই নিয়েও অনেকেই অনেক কিছু আন্দাজ লাগিয়েছেন। কেউ ভাবছেন তাঁকে মায়ের মতো দেখতে আবার কেউ কেউ ভাবছেন বাবার মতো। কিন্তু, দীপিকা প্রতিদিন মাতৃত্বের নিত্য নতুন ভাবনা শেয়ার করে চলেছেন সমাজ মাধ্যমে।

Bollywood Actor bollywood Ranveer Singh bollywood actress deepika padukone
Advertisment