/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/deepika1.jpg)
deepika padukone pregnancy: দীপিকাকে নিয়ে কী বলছেন রণবীর?
ভগবান জানে এসব কী হচ্ছে... দীপিকার জীবনে নতুন মানুষ আসতে আর বেশি দেরি নেই। তাঁর মধ্যেই আম্বানিদের অনুষ্ঠানে বেগুনি রঙের শাড়িতে তাক লাগিয়েছেন দীপিকা। বেবী গ্লো যেন আরও বেশি সুন্দর করে তুলেছে তাঁকে।
তাঁর বেবি বাম্পে হাত দিয়ে ওরিও মুহূর্ত ক্রিয়েট করে তুলেছেন। একদিকে যখন সন্তান আসার অপেক্ষায় দীপিকা। তখনই রণবীর সিং বউকে দেখে মুগ্ধ। যদিও, একথা নতুন না। তিনি তাঁর স্ত্রীর উদ্দেশ্যে সুন্দর এবং আবেগী মন্তব্য করতে ভোলেন না। আর এবার যেন তিনি আরও মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন।
কল্কি ২৮৯৮ দেখে বেরোলেন রণবীর। বউয়ের অভিনয় দেখে হতভম্ব তিনি। স্ক্রিনে যেন তাঁকে নতুন করে আবিষ্কার করলেন রণবীর। একথা আগেই জানিয়েছিলেন দীপিকা, যখন তিনি কল্কির শুটিং করছিলেন, তখন তিনি অন্তঃসত্বা ছিলেন। তাই, এক্ষেত্রে বলা যায় যে দীপিকার সন্তানও এই ছবিতে কাজ করেছেন। আর এবার সেসব কথা মনে করেই মাথা নস্ট রণবীরের।
আরও পড়ুন - Iman Chakraborty: সুদূর বিদেশে ট্রলিব্যাগ-ই জগন্নাথের রথ, ইমন চক্রবর্তী যেভাবে মহাপ্রভুর আরাধনা করলেন…
তিনি বলছেন, এরকম একটা সিনেমা দেখা, মানে যেখানে দীপিকার পাশাপাশি আরও অনেকে অভিনয় করছেন। কিন্তু, এই যে চরিত্রটা দীপিকা অভিনয় করেছে তাতে সে অন্তঃসত্বা। এদিকে, যখন সে কাজ করেছিল তখন সে নিজে প্রেগনেন্ট, আর আমি এখন তাঁর পাশে বসে দেখলাম ছবিট, তখনও সে অন্তঃসত্বা, ওহ! কী হচ্ছে... মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়।
বউয়ের রূপের পাশাপশি গুনেও মুগ্ধ রণবীর, একথা আগেও বহুবার প্রশংসা পেয়েছে। কিন্তু এবার যেন আরও বেশি করে তাঁকে নিয়ে কথা বলতে শোনা গেল। দুজনেই নিজের কাজের বাইরে আম্বানিদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সেখানে দীপিকার সাজ যেমন নজর কেড়েছে তেমনই তাঁকে আগাম শুভেচ্ছাও জানাচ্ছেন বাকিরা।
উল্লেখ্য, অন্তসত্বা অবস্থায় নায়িকাদের কাজ করার ঘটনা নতুন না। এর আগে জয়া বচ্চন শোলে ছবির কাজ করেছিলেন যখন তিনি প্রথমবারের জন্য গর্ভবতী। আবার অনেকেই বলেন, ঐশ্বর্য রাই যোধা আকবারের শুটিং করার সময় অন্তসত্বা ছিলেন। তারপর, আলিয়া ভাট রয়েছেন সেই তালিকায়। হার্ট অফ স্টোন ছবির কাজ গর্ভাবস্থায় করেছিলেন আলিয়া।