/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/rk.jpg)
Deepika Padukone - কেন জুটল এই তকমা?
বলিউডে পা রাখতেই তাঁর জীবন বদলে গেল দীপিকার ( Deepika Padukone )। এর আগে অবশ্য তিনি কন্নড় ছবিতে কাজ করেছিলেন। ডেবিউ হয়েছিল সেই ছবি দিয়েই। এবং তাঁর সঙ্গে যোগ রয়েছে বলিউডের এক বিরাট তারকার।
একথা, অনেকেই জানেন তাঁর একটি মিউজিক ভিডিও দিয়েই ফারাহ খান শাহরুখের ( Shah Rukh khan ) বিপরীতে তাঁকে বেছে নেন। কিন্তু, এটাই তাঁর ডেবিউ ছবি না। বরং তিনি কন্নড় ছবিতে নিদারুণ এক অভিনয় করেন। ছবির নাম ছিল ঐশ্বর্য ( Aishwarya ) । সেই ছবিতেই লিড ভূমিকায় অভিনয় করেন তিনি। একদিকে, যখন তিনি একের পর এক ছবিতে সাইন করছেন। তেমনই, আরেক জায়গায় তাঁর জীবনের প্রেমের হাওয়া বইতে শুরু করে।
একের পর এক অনেকের সঙ্গেই সম্পর্কে জড়ান তিনি। ধোনি কিংবা যুবরাজ, রণবীর কাপুর, বিজয় মালিয়া - এই তালিকায় রয়েছেন অনেকেই। কিন্তু, অভিনেত্রী প্রথম নিজের মনপসন্দ কাজটা করেন, রণবীরের সঙ্গেই। এক ছবির সাক্ষাৎকারে অভিনেত্রী রণবীরের পাশে বসেই বলেন কীভাবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর রোমান্টিক মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। রণবীর নিজেই শেয়ার করেছিলেন তাঁর নারী ভক্ত এবং প্রেমিকা সংখ্যায় খামতি নেই। কিন্তু...
আরও পড়ুন - Telly Gossip: ‘কাজ করতে গেলে কানে কুমন্ত্রও দিতে হয়..’, মুখ দেখাদেখি বন্ধ থাকে মানসী-অরিজিতার?
দীপিকার কাছে প্রথম চুমুর প্রশ্ন যেতেই তিনি রণবীরের ( Ranbir Kapoor ) দিকে আগুন তোলেন। জীবনে প্রথম চুমু খেয়েছিলেন রণবীরকে! আর এই ভিডিও ভাইরাল হতেই, অনেকে বলে বসেন - হ্যাট মিথ্যেবাদী; ওর আগেও ৫টা প্রেমিক ছিল। আবার কেউ বললেন, মিথ্যে কথার জাসুস যদি কেউ হয় তো দীপিকা।
উল্লেখ্য, অভিনেত্রী বরাবরই অনেকের চক্ষুশূল। বিশেষ করে শেষ বছর পাঠান রিলিজের পর থেকেই তিনি বেশ চর্চায় ছিলেন। পরনে গেরুয়া রঙের বিকিনি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় এবং ভক্তদের ভাবাবেগে আঘাত লাগতেই তারা তেতে ওঠেন। যদিও সেই নিয়ে, বেশি পাত্তা দেননি অভিনেত্রী।