Deepika Padukone: একের পর এক খারাপ খবর, মা হতেই বড় মাশুল গুনছেন দীপিকা!

নতুন বিতর্ক শুরু হয়েছে। এর আগে স্পিরিট ছাড়ার পর তাঁর আট ঘণ্টার শুটিং শর্ত নিয়ে সমালোচনা হয়েছিল। কেউ কেউ তাঁর সমর্থনে এগিয়ে এলেও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

নতুন বিতর্ক শুরু হয়েছে। এর আগে স্পিরিট ছাড়ার পর তাঁর আট ঘণ্টার শুটিং শর্ত নিয়ে সমালোচনা হয়েছিল। কেউ কেউ তাঁর সমর্থনে এগিয়ে এলেও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deepika padukone pregnancy

আবার কী হল তাঁর সঙ্গে... Photograph: (Instagram)

প্রভাসের সঙ্গে কল্কি 2898 এডি–তে কাজ করে দারুণ প্রশংসা পান দীপিকা। তবে জানা যাচ্ছে, সিক্যুয়েলে আর ফিরছেন না দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ ঘোষণা করেছে যে সুমতীর ভূমিকায় দীপিকার যাত্রা প্রথম ছবিতেই শেষ হচ্ছে। প্রযোজক সংস্থার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট প্রতিশ্রুতির বিষয়ে কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে, এই প্রকল্পের জন্য আরও বেশি সময় দিতে সক্ষম অন্য কাউকে বেছে নেওয়া হবে।

Advertisment

এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত প্রভাসের আসন্ন ছবি স্পিরিট থেকেও সরে দাঁড়ান দীপিকা। মা হওয়ার দায়িত্ব ও ব্যক্তিগত কারণে তিনি কিছু দাবি তুলেছিলেন, যা প্রযোজনা সংস্থার মেনে নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গর্ভাবস্থার সময়ই দীপিকা কল্কি 2898 এডি–র কিছু অংশে শুটিং করেছিলেন। রণবীর সিং মজা করে বলেছিলেন, ছবিটি তাঁদের সন্তানের ‘ডেবিউ’। ৭০০ কোটির বেশি বাজেটে নির্মিত এই সাই-ফাই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। মাঝারি সাফল্য পেলেও বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয় করে প্রভাসের কেরিয়ারে নতুন গতি আনে।

প্রযোজনা সংস্থার বিবৃতিতে লেখা হয়েছে—“আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে, @deepikapadukone আর #Kalki2898AD–এর সিক্যুয়েলে থাকছেন না। প্রথম ছবির দীর্ঘ যাত্রা সত্ত্বেও আমরা পার্টনারশিপ ধরে রাখতে পারিনি। এই ধরনের চলচ্চিত্র সর্বোচ্চ প্রতিশ্রুতির দাবিদার। আমরা তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

Advertisment

Shah Rukh Khan: কাছের মানুষকে হারালেন শাহরুখ ঘনিষ্ঠ, পরেই কিং খান যা করলেন..

এই সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। এর আগে স্পিরিট ছাড়ার পর তাঁর আট ঘণ্টার শুটিং শর্ত নিয়ে সমালোচনা হয়েছিল। কেউ কেউ তাঁর সমর্থনে এগিয়ে এলেও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন। যদিও শাহরুখ খানের সঙ্গে পাঠান এবং জওয়ান–এর মতো সুপারহিট ছবিতে দীপিকা বারবার জনপ্রিয়তার কেন্দ্রে এসেছেন। তিনি শিগগিরই কিং ছবিতে শাহরুখের বিপরীতে ফিরছেন।

বিতর্ক প্রসঙ্গে হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কেবল নিজের অন্তরের কথা শুনতে ভালোবাসেন। তাঁর কথায়, “আমি চাই এমন মানুষের সঙ্গে কাজ করতে, যাঁদের সঙ্গে সময় কাটাতে আনন্দ পাব। পরিবার ও বন্ধুদের কাছে থাকা আমাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে।”

Entertainment News deepika padukone