/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/deepika.jpg)
আলিয়া-দীপিকা
আলিয়া দীপিকার সম্পর্ক নিয়ে নতুন করে কিছুই জানার নেই। যদিও বা দুজনেই জড়িয়ে রয়েছেন রণবীরের সঙ্গে তারপরেও আজ ঝগড়া ঝামেলা সব অতীত। বরং আলিয়াকে বেশ স্নেহ করেন দীপিকা। দুজনেই দুজনের হয়ে গলা ফাটান।
একদিকে যেমন আলিয়া দীপিকার অস্কার লুক দেখে বাহ বাহ করেছিলেন তেমনই অন্যদিকে রণবীর ঘরণীর প্রথম হলিউড ছবি ঘোষণার পরেও নিদারুণ খুশি হয়েছিলেন দীপিকা। স্বামীর প্রাক্তন হওয়ার পরেও দীপিকার সঙ্গে বিশেষ করে রনবীর সিংয়ের সঙ্গে তাঁর এক অনবদ্য সম্পর্ক। তাই, এবার খাতিরের চোটেই দীপিকা এক বহুমূল্য উপহার পাঠালেন আলিয়াকে।
আরও পড়ুন < ফের গুরুতর আক্রান্ত কৌতুকাভিনেতা আবু হেনা রনি, উঠল ‘খুনের অভিযোগ’! >
নিজের বিউটি প্রোডাক্ট নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি। এর আগে শাহরুখকে উপহার দিয়েছিলেন সেসব। কিন্তু, এবার সেই উপহার পৌঁছল আলিয়ার আছে। জ্যাসমিন ব্রিজ উপহার দিলেন আলিয়াকে। দীপিকার কাছ থেকে এই উপহার পেয়ে বেজায় খুশি আলিয়া। নিজের সোশ্যাল আপডেটে জানালেন সেকথা। দীপিকাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে, আলিয়ার খুশিতে উচ্ছসিত দীপিকা নিজেও। এঁকেই প্রচণ্ড গরম, তারমধ্যে এহেন সুন্দর একটি উপহার, নিজের কাছ থেকে আলাদাই করছেন না এটিকে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/d1.jpg)
আলিয়ার বরাবরই সুগন্ধি যুক্ত যেকোনও জিনিসই খুব পছন্দ। তিনি নাকি মানুষকে বিচারও করেন সুগন্ধি দিয়েই। এমন কথাও জানা গিয়েছিল, যাকে ডেট করবেন তাঁকে সুগন্ধি প্রসঙ্গে খুব পারফেক্ট হতে হবে। আলিয়ার পছন্দ বেশ ভালই জানেন দীপিকা। তাই তো, দিলেন এমন এক সুন্দর উপহার। উল্লেখ্য, আলিয়া ব্যস্ত প্রমোশনে। অন্যদিকে, দীপিকা হৃতিকের সঙ্গে শুটিং করার দিন গুনছেন।