Advertisment

Deepika Padukone: মা হতেই বড় পরিবর্তন, দীপিকার জীবন দর্শন পাল্টে গেল কয়েক মুহূর্তেই...

Deepika Padukone Updates: আজকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন। তাঁর আগেই জীবনের বিরাট পরিবর্তনের ঝলক দেখালেন অভিনেত্রী। কী বলছেন বলিউডের নতুন মা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deepika

Deepika padukone Updates: কী দেখালেন দীপিকা

আজ মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা এবং রণবীর। হাসপাতালে থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান খোদ। আর আজ সকাল হতেই তারা মেয়েকে নিয়ে বাড়ি গেলেন। রাজকুমারীকে হাসপাতালে আনতে পৌঁছেছিলেন তাঁর দুই দাদুও।

Advertisment

রণবীর এবং দীপিকাকে মেয়েকে কোলে নিয়েই গাড়ির ভেতর কথপোকথনে ব্যস্ত থাকতে দেখা যায়। কানাঘুষো শোনা যাচ্ছে, বলিউডের অন্য তারকা দম্পতি বিরাট এবং অনুষ্কার দেখানো পথেই নাকি হাঁটবেন তাঁরা। এমনকি আজকে যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন, তখনও রণবীর অনুরোধ করেন, মেয়ের ছবি না তোলার জন্য।

তবে, নজর কাড়বে দীপিকার মাতৃত্বের এক নতুন ঘটনা। মা হলে যে সবকিছু বদলে যায়, সেটাই যেন প্রমাণ করলেন অভিনেত্রী। মা হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের চিন্তা ধারায় কতটা বদল আসে, সেকথা যেন পরিষ্কার। আর আগেও আলিয়া ভাট মেয়ে রাহার জন্মের পর, জীবন দর্শন পাল্টে গিয়েছে, এমনটাই জানিয়েছিলেন। আর দীপিকাও ব্যতিক্রম না।

অভিনেত্রীর জীবনে যে বদল এল, সেটা প্রকাশ্যেই দেখালেন দীপিকা। মাতৃত্বের নানা পর্যায়ে উপলব্ধি করা সবে তো শুরু। দীপিকা প্রথমেই নিজের ইন্সটাগ্রাম বায়ো বদলে ফেললেন। দীপিকা কী লিখছেন? বায়ো পাল্টে ফেলে, তিনি লিখছেন...

বদল এল দীপিকার জীবনে... 

"Feed- burp- sleep - repeat" ... বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, শুধু খাওয়া, ঢেঁকুর তোলা, ঘুম আর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। দীপিকার এই জীবন বদল দেখে ভক্তরা আপ্লুত। তাঁরা সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, এহেন বদল বেশ সুখকর। যদিও মেয়ের নাম কী রাখছেন সেই নিয়ে এখনো কিছু জানাননি তাঁরা।

উল্লেখ্য, আগামীতে দীপিকার সিংহম এগেইন ছবিতে দেখা যেতে চলেছে। শেষ দেখা গিয়েছে কল্কি ছবিতে।

bollywood deepika padukone Ranveer Singh bollywood actress Bollywood Celeb Home
Advertisment