Deepika Padukone: মেঝেতে পড়ে রয়েছেন দীপিকা, উপরের দিকে পা তুলে ঠিক কী বোঝাতে চাইছেন ৭ মাসের অন্তঃসত্বা অভিনেত্রী?

DEEPIKA PADUKONE PREGNANCY: দীপিকা একা নন, এর আগে আলিয়া এবং অনুস্কা নিজেও প্রেগ্নেন্সি চলাকালীন শারীরিক ব্যায়াম চর্চা এবং যোগার দ্বারস্থ হয়েছিলেন। কারণ, তাঁরা মনে করতেন সন্তানের জন্য এসব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীপিকা আরও এক কাঠি ওপরে। তাঁর কসরত দেখেই হতভম্ব রণবীর নিজেও।

DEEPIKA PADUKONE PREGNANCY: দীপিকা একা নন, এর আগে আলিয়া এবং অনুস্কা নিজেও প্রেগ্নেন্সি চলাকালীন শারীরিক ব্যায়াম চর্চা এবং যোগার দ্বারস্থ হয়েছিলেন। কারণ, তাঁরা মনে করতেন সন্তানের জন্য এসব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীপিকা আরও এক কাঠি ওপরে। তাঁর কসরত দেখেই হতভম্ব রণবীর নিজেও।

New Update
Deepika Padukone pregnancy actor ranveer singh shared some moments

deepika pregnancy: কী করছেন টা কী দীপিকা?

অন্তসত্বা অবস্থায় দীপিকার কাণ্ড কারখানা দেখে রীতিমতো অবাক স্বামী রণবীর! কারণ, অভিনেত্রী এহেন শারীরিক অবস্থায় যা করে চলেছেন।

Advertisment

দীপিকা একা নন, এর আগে আলিয়া এবং অনুস্কা নিজেও প্রেগ্নেন্সি চলাকালীন শারীরিক ব্যায়াম চর্চা এবং যোগার দ্বারস্থ হয়েছিলেন। কারণ, তাঁরা মনে করতেন সন্তানের জন্য এসব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীপিকা আরও এক কাঠি ওপরে। তাঁর কসরত দেখেই হতভম্ব রণবীর নিজেও।

কী করতে চাইছেন দীপিকা?

Advertisment

অভিনেত্রীকে দেখা গেল মাটিতে শুয়ে পা উপরের দিকে তুলে তাঁকে আসন করতে দেখা গেল। দীপিকা বলছেন, এটা সেলফ কেয়ার মান্থ। প্রতিদিন, একটু একটু করে নিজেকে গড়ে তোলা যায়। আমার ভাল মাত্রায় শরীর-চর্চা খুব পছন্দ। আমি শুধু ভাল দেখতে লাগবে বলে ব্যায়াম করি না। চেষ্টা করি, যেন ফিট থাকতে পারি।

আরও পড়ুন - Amitabh as Ashwatthama: ‘বেদনাদায়ক-ভরপুর নির্যাতন!’ ৮০ বছরেও এত সহ্যশক্তি! ‘অশ্বত্থামা’ অমিতাভ যে যন্ত্রণা অনুভব করেছেন….

এখানেই শেষ না। তিনি আরও বললেন, আমার যখন ব্যায়াম করতে ইচ্ছে করে না, তখন পাঁচ মিনিটের জন্য শুধু এটুকুই করি। মোটামুটি রোজই এটা করার চেষ্টা করি। অনেক ধকলের পর, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু, কেন করছেন এই পোজ তিনি? দীপিকা জানালেন…

দেয়ালে পা দিয়ে শুয়ে থাকা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের পক্ষে উপকৃত হতে পারে। স্নায়ুতন্ত্রকে শান্ত করা থেকে শুরু করে প্রতিরোধের স্বাস্থ্যকে শক্তিশালী করা পর্যন্ত, এই প্রাচীন ভঙ্গিটি বিশেষত আমাদের চাপযুক্ত এবং ব্যস্ত বিশ্বে অনেক কিছু সরবরাহ করে। আর অন্যদিকে, বউয়ের এস কাণ্ড দেখে রণবীর বলছেন, দেখে তো মনে হচ্ছে সম্পূর্ণটাই খুব ম্যাজিকাল।

bollywood deepika padukone Entertainment News