Advertisment

Deepika Padukone: অন্তঃসত্বা দীপিকার হাত ধরা নিয়ে হাতাহাতি, ঝামেলা লেগে গেল বলিউড-দক্ষিণী তারকাদের মধ্যে...

deepika padukone pregnancy: যেন দীপিকা নিজেই স্টার অফ দ্যা শো! অভিনেত্রীকে নিয়ে বাড়াবাড়ি করতে দেখা গিয়েছিল অনেককেই। কেউ চেয়ার এগিয়ে দিলেন, আবার কেউ হাত ধরে তুলে নিলেন স্টেজে। দীপিকাকে কমফোর্ট ফিল করাতে, কত কান্ড যে করা হল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Deepika Padukone, Deepika Padukone pregnancy, Deepika Padukone news, Deepika Padukone updates, deepika Tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, Bollywood news, latest entertainment news, টলিউড, বলিউড, বিনোদন, বাংলার বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

দীপিকার জন্য কত কাণ্ড!

দীপিকা পাড়ুকোন অন্তঃসত্বা। অভিনেত্রীকে দিন দুয়েক আগেই দেখা গিয়েছিল কল্কি ২৮৯৮ এর অনুষ্ঠানে। কালো পোশাকে তাঁকে দেখা গিয়েছিল। বেবী বাম্প, এবং দীপিকাকে এই রূপে দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই।

Advertisment

একদিকে যখন দীপিকার চেহারার প্রশংসা করেছেন অনেকে, তেমনই আবার কেউ কেউ তাঁকে হিল জুতো পরে ঘুরে বেড়ানোয় কটাক্ষও করেছেন। কেউ কেউ আবার তিনি একাই অন্তঃসত্বা নন, এই বিষয়টিকে উল্লেখ করেই লিখছিলেন, গরীব মহিলাদের দেখুন। তাঁরা এই অবস্থায় ইট বয়ে বেড়ান। কত কাজ করেন।

সেদিন, যেন দীপিকা নিজেই স্টার অফ দ্যা শো! অভিনেত্রীকে নিয়ে বাড়াবাড়ি করতে দেখা গিয়েছিল অনেককেই। কেউ চেয়ার এগিয়ে দিলেন, আবার কেউ হাত ধরে তুলে নিলেন স্টেজে। দীপিকাকে কমফোর্ট ফিল করাতে, কত কান্ড যে করা হল। এমনকি একটা সময় তো হাতাহাতি হওয়ার জোগাড়! কারণ?

দীপিকা স্টেজ থেকে যেই নামতে যাবেন, দায়িত্ব করে এগিয়ে গেলেন প্রভাষ। এবং তাঁকে স্টেজ থেকে নামিয়ে আনলেন। আর এই দৃশ্য দেখেই দীপিকার অনস্ক্রিন বাবা এবং বর্তমান অশ্বত্থামা, অবাক! তাঁকে হাত ধরে নামাতে গেলেন কিন্তু প্রভাষ আগেই কাজ সেরে ফেলেছেন। আর তারপরই অমিতাভ দিলেন প্রভাষকে পিঠের মধ্যে এক মার।

সমস্তটাই মজার ছলেই করেছিলেন তিনি। সেই বিষয়টি অনেকেই উপভোগ করেছেন। তাঁর সঙ্গে দীপিকা নিজেও। যদিও, পরবর্তীতে অমিতাভের সঙ্গে বারবার স্টেজ শেয়ার করতে দেখা যায় তাঁকে।

bollywood deepika padukone Entertainment News
Advertisment