/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/dp.jpg)
হঠাৎ কী হল দীপিকার?
এর আগে যতবার তিনি ক্যামেরায় ধরা দিয়েছেন তাঁর বেবি বাম্প নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ তো এমনও বলেছিলেন দীপিকা নাকি অন্তসত্বা নয়। হাতে আর মাস দুয়েক, তাই তো…
দীপিকা পাডুকোন বলে কথা, তাঁর প্রেগনেন্সি নিয়ে নানা মানুষ নানা কথা বলবেন, এটাই তো স্বাভাবিক! আর এবার তো দীপিকা নিজেই তাঁর বেবি বাম্প দেখিয়ে পোস্ট করলেন। হাসি ধরছে না উড বি মাম্মার। কালো রঙের পোশাকে দেখা দিলেন অভিনেত্রী।
অভিনেত্রী এখন মাতৃত্বের নতুন স্বাদ বুঝতে ব্যাস্ত। একদিকে যেমন নতুন ছবি কল্কির প্রচার করছেন, তেমনই নতুন দায়িত্বর দিকে পা বাড়াচ্ছেন তিনি। সেই কারণেই এখন জীবনে নতুন নতুন ইচ্ছে তাঁর। সেকথাই প্রকাশ্যে বললে নায়িকা।
বেবি বাম্পের ওপর হাত রেখে হেসে ছবি পোস্ট করলেন তিনি। তাঁর সঙ্গে এও লিখলেন, "ওকে, অনেক হয়েছে! এবার আমার খিদে পেয়েছে"। সঙ্গে ও জানালেন তাঁর ঠিক কী কী খেতে ইচ্ছে করছে। অভিনেত্রী সঙ্গে জুড়লেন পিজ্জার আইকন।
এদিকে, দীপিকার এই ছবি দেখে বি-টাউনের অন্যান্য সেলেবদের আনন্দ ধরছে না। কেউ কেউ এমনও বললেন, এত সুন্দর মাম্মা আগে দেখা যায়নি। আবার কেউ বললেন, গ্লো তো দেখার মতো। কাজের দিকে, দীপিকাকে এর আগে দেখা গিয়েছিল ফাইটার ছবিতে। সামনে তাঁকে দেখা যাবে কল্কি ২৮৯৮ ছবিতে।