/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/deepika.jpg)
Deepika Padukone pregnancy- অন্তসত্বা দীপিকার কাণ্ড দেখুন...
জামনগর পৌঁছে দীপিকা ( Deepika Padukone ) যে ধাক্কাধাক্কি - অস্বস্তির পাল্লায় পড়েছিলেন সেই দৃশ্য এখন আর নেই। সদ্যই মা হওয়ার সুখরব জানিয়েছেন তিনি। তারপরেই উড়ে গিয়েছেন আম্বানি পরিবারের অনুষ্ঠানে।
অভিনেত্রী দীপিকা পাডুকোন অন্তঃসত্বা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেন শুভেচ্ছার বন্যার পাশাপাশি তিনি আরও বেশি করে নজরে রয়েছেন। মাম্মা গ্লো ক্রমশ যেন বাড়ছে। আর গতকাল তিনি আম্বানি পরিবারের অনুষ্ঠানে যা করেছেন তারপর থেকে আরও মন্তব্য যেন জোরালো। কিন্তু কেন?
দিব্যি সুন্দর সেজেগুজে বসেছিলেন তিনি। পরনে, লাল এবং সোনালী রঙের লেহেঙ্গা, বেশ সুন্দর সেজেছিলেন তিনি। অন্যদিকে, রণবীর কালো রঙের শেরওয়ানিতে রণবীর একদম সাধারণ পোশাকে দেখা দিলেন। কিন্তু, সমালোচনা কেন হল? অন্তঃসত্বা দীপিকাকে নাচের জন্য ডাকলেন রণবীর ( Ranveer Singh )!
আর তাঁর ডাক উপেক্ষা করতে পারলেন না দীপিকা নিজেও। বরের হাত ধরে স্টেজে উঠে নাচতে শুরু করলেন। এত ভারী পোশাক, তাঁর সঙ্গে স্লিপারি স্টেজে উঠে নাচ... দীপিকার নাচ দেখে আতঙ্কিত তাঁর অনুরাগীরা। কেউ কেউ তো এমনও বলে দিলেন, আম্বানিরা একজন অন্তঃসত্বা মহিলাকে দিয়েও নাচ করাতে পারেন।
কেউ বললেন, তুমি বসে যাও দীপিকা। এই সময়ে এত ভারী পোশাকে নাচ গান ভাল না। আবার কেউ এমন বললেন, বর বলল আর আপনি দৌড়ে গেলেন? পা হড়কে গেলে কী হত? রণবীরের বুদ্ধি কোথায়, এমন প্রশ্নও উঠল।