/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ranveer.jpg)
ranveer-deepika: কবে আসছে নতুন মানুষ?
Deepika announced pregnancy: খবর ছিল অনেকদিন ধরে। শাড়ি দিয়ে নাকি আড়াল করছিলেন দীপিকা। বাফটা পুরস্কারের মঞ্চে তাঁর স্ফীত পেট দেখে অনেকেই বলেছিলেন, অবশ্যই অন্তঃসত্বা তিনি।
এবছর জন্মদিন উপলক্ষে দীপিকা ( Deepika Padukone ) বলেছিলেন মা হতে চাই। নতুন একটি সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি। বছর ৫ আগে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর ( Ranveer Singh ) দীপিকা। এবার মা বাবা হওয়ার সুখবর দিয়েছেন দুই তারকা দম্পতি। কোনও আড়ম্বর, নয়। বরং ছোট একটি মেসেজ।
সেপ্টেম্বর ২০২৪... গ্রাফিক্সে ব্যবহার করা হয়েছে বেশ কিছু বাচ্চাদের জিনিস। মিটিন, বিনকি, ছোট জুতো, দুজনেই ভালবাসা এবং আশীর্বাদ চেয়েছেন তারা। আর সকাল সকাল এই খবর দিতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। অবশেষে, সকল দম্পতির পর তাদের পালা।
শুভেচ্ছা জানিয়েছেন বেশিরভাগ। শ্রেয়া ঘোষাল থেকে প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা এমনকি আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান...সকলেই রয়েছেন এই তালিকায়। তাদের খুশি যেন ধরছে না। দীপিকা রণবীরের সঙ্গে গোটা বলিউডের বেশ সুন্দর সম্পর্ক। তাই, এমন খবরে আনন্দ না হওয়ার উপায় আছে? সাধুবাদ এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।