scorecardresearch

বিয়ের আগে খোস মেজাজে দীপিকা

‘প্রি ওয়েডিং’ মরসুম তাঁর। ইতিমধ্যে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। এদিন সকাল থেকেই কমলা রঙের চুড়িদারে তাঁকে দেখা যায়।

বিয়ের আগে খোস মেজাজে দীপিকা

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে কবে হবে সেই খবর এখন বাসি। কিন্তু সেলেবদের কি আর এক বেলায় বিয়ে যায়? কত রঙ্গই না হয় তাঁদের বিয়ে ঘিরে। জানা যায়, সঞ্জয় লীলা বনশালীর ‘গোলিও কি রাসলীলা রাম লীলা’ ছবির শুটিং-এর সময় প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

এখন ‘প্রি ওয়েডিং’ মরসুম তাঁদের। ইতিমধ্যে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। এদিন সকাল থেকেই কমলা রঙের চুড়িদারে তাঁকে দেখা যায়। ক্যাপশনের মাধ্যমে সকলে জানিয়েছেন, অধীর আগ্রহে রয়েছেন তাঁর বন্ধুরা। শুভকাজের শুরুর অপেক্ষায়।

 

View this post on Instagram

 

To new beginnings ❤️❤️ @deepikapadukone

A post shared by Shaleena Nathani (@shaleenanathani) on

 

View this post on Instagram

 

Stay blessed …. ❤️@deepikapadukone #tonewbeginnings #keepsmiling

A post shared by Vinita Chaitanya (@vinitachaitanya) on

 

View this post on Instagram

 

Thank you for the pic @vinitachaitanya #yummy #food #konkani #southindianfood #bangalore

A post shared by Gabriel Georgiou (@georgiougabriel) on

কনে নিজমুখেই বিয়ের দিনক্ষণ সব জানিয়েছেন। টুইটও করেছেন নিজের বিয়ের কার্ড। সেই কার্ডে উল্লেখ রয়েছে, চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই সেলেব। কার্ডে লেখা হয়েছে, “আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভাল লাগছে যে ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি…আমাদের দু’জনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালবাসার জন্য অশেষ ধন্যবাদ। আর ভালবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, সেজন্য আপনাদের আশীর্বাদ চাইছি।”

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone ranveer singh pre wedding celebrations photos november 2