দীর্ঘ ছয় বছর প্রেম, বহু রাখঢাক, জল্পনা, রহস্যাবৃত্ত মোড় পেরিয়ে অবশেষ যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে চার হাত এক হয় দীপ-বীরের। ২১ নভেম্বর নিজেদের প্রথম রিসেপশন পার্টি দিলেন রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ক্রীড়া জগতের বিভিন্ন মানুষ হাজির হয়েছিলেন এদিন। তবে ইতালীর মতো এই অনুষ্ঠানের আমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠরা। মঙ্গলবারই তারা মুম্বই থেকে রওনা হয়েছিলেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। তাদের বিয়ের পরেই দিনই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছিল বিয়ের বিভিন্ন মূহুর্তের ছবি- মেহেন্দি, হলদি, কোঙ্কনি ও উত্তর ভারতীয় মতে বিয়ের ছবি।
রিসেপশনে অতিথি তালিকা ছোট হলে কী হবে অনুষ্ঠানের মুখ্য আকর্ষন নবদম্পতি খানিকটা ছিনিয়েই নিয়েছেন বলা চলে। চোখ ফেরানো যাচ্ছিল না দীপিকা-রনবীরের কাছ থেকে। বেঙ্গালুরুর লীলা প্যালেসে রাখা হয়েছিল রিসেপশন। সন্ধ্যে ৭.৩০ নাগাদ রেড কার্পেটে হেঁটে প্যালেসে আসেন দীপ-বীর। ট্রাডিশনাল পোশাকে তৈরি হয়েছিলেন দুজনেই। সোনালি শাড়িতে সেজেছিলেন পিকু সঙ্গে ভারী গয়না, সিঁদুর ও চুড়া। রনবীরের পরনে ছিল রোহিত বলের তৈরি করা শেরওয়ানি, সঙ্গে মানানসই জুতো।
মিডিয়ার শুভেচ্ছা বার্তা গ্রহণ করে তাদের নৈশভোজ সেরে যাওয়ার অনুরোধ করেন রনবীর। নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সস্ত্রীক অনিল কুম্বলেরও দেখা পাওয়া গেল। ছিলেন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ, প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রা।
WATCH: #PVSindhu at #RanveerSingh and #DeepikaPadukone's wedding reception
Follow updates from the wedding reception here: https://t.co/uGrZ4WdfR4 pic.twitter.com/ppN69XSHJ4
— Indian Express Entertainment (@ieEntertainment) November 21, 2018
ডাবের জল আর লেমোনেড দিয়ে স্বাগত জানানো হয়েছে অতিথিদের। তবে খাবারে তালিকাটা ছিল বিশাল- ভিয়েতনামিজ, ইটালীয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান ও থাই খাবারের সম্ভার ছিল রিসেপশনে। এরপরে ১ ডিসেম্বর বলিউডে পার্টি দেবেন দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং।
Read the full story in English