মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ, সিনেপ্রেমীদের কাছে যা MAMI নামেই পরিচিত, সেই বোর্ডের অধ্যক্ষা পদ থেকেই এবার ইস্তফা দিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তিন বছর নিষ্ঠা-সহকারে দায়িত্ব সামলেছেন। তবে, বর্তমানে ব্যস্ততার জন্যই সেই দায়িত্ব সামলানো আর সম্ভব হচ্ছে না, অতঃপর MAMI-র সঙ্গে বছর তিনেকের যাত্রাপথে ইতি টানলেন দীপিকা।
কিন্তু হঠাৎ ইস্তফা কেন? কারণ ব্যাখা করেছেন নিজেই। এর নেপথ্যে অবশ্য পেশাগত কারণকেই সামনে রেখেছেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামের পোস্টে দীপিকা জানিয়েছেন, "MAMI'র অধ্যক্ষের দায়িত্ব পালন করে আমি গভীরভাবে সম্বৃদ্ধ হয়েছি। একজন শিল্পী হিসাবে গোটা বিশ্বের চলচ্চিত্র প্রতিভাদের মুম্বইয়ে একত্রিত করার অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ রয়েছে, তাতে আমি MAMI-কে যথাযোগ্য সময় দিতে পারব না। MAMI উপযুক্ত মানুষের হাতেই রয়েছে, এটা জেনে আমি বিদায় নিচ্ছি। তবে MAMI-র সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের জন্য অক্ষুণ্ণ থাকবে।"
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের আগে মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ-এর অধ্যক্ষার দায়িত্বপদে ছিলেন আমির খানের স্ত্রী তথা সিনে-পরিচালক কিরণ রাও (Kiran Rao)। তবে ২০১৯ সালের জুলাই মাসে সেই পদে বসানো হয় দীপিকা পাড়ুকোনকে। সেই দায়িত্ব যথাযোগ্য পালনও করেছেন তিনি। তবে এবার কাজের ব্যস্ততার জন্য অধ্যক্ষা পদ থেকে সরে দাঁড়াতে হল অভিনেত্রীকে।