Advertisment
Presenting Partner
Desktop GIF

Deepika Padukone: অমিতাভ-ই দীপিকার খুফিয়া সত্য জানালেন সকলকে! সাক্ষী থাকলেন বাকিরা…

Amitabh to Deepika: দীপিকার আসল সত্যিটা জানিয়ে দিলেন অমিতাভ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Deepika Padukone shared a bts still from piku Amitabh Bachchan

Deepika padukone: কী এমন বলেছিলেন অমিতাভ?

দীপিকা পাড়ুকোন কাল থেকে চর্চায়। কারণ, রনবীর সিং তাঁর ইন্সটাগ্রাম থেকে বিয়ের সব ছবি মুছে ফেলেছেন। আবার অন্যদিকে তাঁকে দেখা গিয়েছে গতকাল বেবিমুন উদযাপনে যেতে। আসন্ন প্রথম সন্তান।

Advertisment

গতকাল অভিনেত্রী প্রেগনেন্সির কারণে মেট-গালা থেকে দূরে ছিলেন। আর আজ, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পুরনো ইতিহাস ঘেঁটে এমন এক তথ্য জানালেন যা দেখলে হাসতে হয়। পিকু সিনেমার একটি ছবি নিজের সোশ্যালে শেয়ার করলেন তিনি।

সেই ছবিতে পাশে ছিলেন অমিতাভ এবং ইরফান। পিকু ছবি বরাবর দর্শকদের খুব পছন্দের। আর এই ছবি দেখে, বিশেষ করে ইরফানকে দেখে নস্টালজিয়ায় ভাসলেন তাঁরা।ছেন। ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ কিছু একটা বলছেন। আর সেটাই মন দিয়ে শুনছেন দীপিকা। যথারীতি সামনে রয়েছে খাবারের বাক্স।

আগেও একবার অমিতাভ কৌন বানেগা ক্রোড়পতিতে জানিয়েছিলেন, প্রতি এক ঘণ্টা অন্তর একজন লোক ডাব্বা নিয়ে আসেন, আর দীপিকা খাবার খান। সেকথাই দীপিকা এবার শেয়ার করলেন নিজের সোশ্যালে। লিখলেন…

"উনি ভীষণ সবাইকে বলতে ভালবাসেন, যে আমি কত খাই। আর ইরফান, তোমায় যে কী ভীষণ আমরা মিস করছি।" দীপিকার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর স্বামী রণবীর সিং। তাঁর সঙ্গে ভক্তরাও নিজেদের মতামজানিয়েছেন। কেউ বললেন, আপনি যা করেছিলেন এই ছবিতে। সমস্ত বড় মেয়েদের জীবনের গল্প বলছে এই ছবি।

amitabh bachchan deepika padukone bollywood Entertainment News
Advertisment