/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/rk-dp.jpg)
রণবীর-দীপিকা
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিকুয়াল! সোশ্যাল মিডিয়ায় গোটা টিমের একসঙ্গে ছবি, পরিচালক অয়ন কি তবে, বানাতে চলেছেন এর সিকুয়াল? জল্পনা তুঙ্গে!
শুধু কয়েকবছর পিছিয়েছে। স্মৃতি যেন আজও তাজা। কিছুদিন ধরেই খবর এমন যে এই ছবির অন্যভাগ বানাতে চলেছেন তিনি। আর আজ সকালে দীপিকার টাইমলাইনে এই ছবি দেখে আরও যেন চর্চা চলছে অনুরাগীদের মধ্যে। এই ছবি নিদারুণ প্রভাব ফেলেছিল বন্ধু মহলে। তাই চার বন্ধুকে আবারও একসঙ্গে দেখতে চান সকলে।
আরও পড়ুন < যাদের জন্য পারফর্ম করতে এসে মৃত্যু, সেই গুরুদাস কলেজই এবার বসাল KK-র মূর্তি >
বানি - নয়না, আদি - অদিতি... চার বন্ধুর এক অসামান্য মেলবন্ধন পর্দায় ঝড় তুলেছিল। ফের আবারও একসঙ্গে হয়েছেন তাঁরা। রণবীর দীপিকা আদিত্য এবং কল্কির ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এক হয়েছিলেন গোটা টিম। পুরনো স্মৃতি যেন সহজেই তাজা হয়ে গেল আবার। দীপিকা এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন স্মৃতি মিষ্টির বাক্সের মত। একবার খুললে নির্দিষ্ট কিছু দেখতে পারবেন না, অনেককিছু মনে পড়বে। সঙ্গ দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিজেও।
তবে, এই রিউনিয়নে বেজায় মজা পেয়েছেন অনুরাগীরা। কেউ বলছেন, আমরা বড় হয়ে গেলাম। আবার কেউ বলছেন, এই ছবিটা একটা রত্ন! কতকিছু মনে পড়ে গেল। ১০ বছর কেটে গিয়েছে যেন ভাবতেই পারছেন না অনেকে। কত কিছু বদলেছে তবে বন্ধুত্ব একইরকম রয়ে গিয়েছে। এখন অনুরাগীদের একটাই কথা, এই ছবির সিক্যুয়াল অবশ্যই বানানো উচিত।