অভিনেত্রী দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়া সিং পাড়ুকোনকে স্বাগত জানিয়েছেন। নতুন মা তার ছোট্টটিকে মিডিয়ার ঝলক থেকে দূরে রাখছেন, তবে তিনি তার প্রসবোত্তর যাত্রা সম্পর্কে সোচ্চার ছিলেন সর্বদা।
মা হওয়া নেহাত সহজ ঘটনা না। সকলের শরীর এবং সবার রিকোভারির ক্ষমতা এক নয়। একথা আগেও একবার আলিয়া ভাট জানিয়েছিলেন। মা হওয়ার পর, সকলের যাত্রা সমান হয় না। তাই এর ওর থেকে শুনে নিজেকে নিয়ে ভাবা একেবারেই সঠিক না। আর এবার দীপিকা, নতুন মা এবং তাদের সংগ্রাম সম্পর্কিত পোস্টগুলি পুনরায় শেয়ার করেছেন।
বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফের একটি নোট পোস্ট করেছেন দীপিকা। ওই পোস্টে লেখা ছিল, '২০২৪ সালে জন্ম দেওয়া মায়েরা মনে রাখবেন... আপনি যখন বছরের শেষে সবার হাইলাইট রিল দেখেন, মনে রাখবেন আপনার শরীর বেড়েছে এবং এই বছর একটি সম্পূর্ণ মানুষের জন্ম দিয়েছে! এর উপরে কিছুই নেই..."
সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা লেখেন, 'আমিন'। দীপিকা এই প্রথম না। বরং তিনি, বারবার জানিয়েছেন, যে মা হওয়ার পর অনেক কিছুই পাল্টে গিয়েছে। যেমন তাঁর ঘুম নেই, তেমনই তাঁর গা জ্বলে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে বেশ মানসিক অবসাদেও ভোগেন তিনি।
যদিও, মেয়েকে তিনি পাপারাজ্জিদের সঙ্গে আলাপ করিয়েছেন। কিন্তু, ছবি তুলতে নিষেধ করেছেন তাঁরা। কবে, মেয়েকে সকলের সামনে আনেন, সেটাই দেখার। যদিও বা প্রেগনেন্সি চলাকালীন দীপিকা কাজ চালিয়ে গিয়েছিলেন। অন্তসত্বা অবস্থায় তিনি কল্কি ২৮৯৮ এবং সিঙ্ঘম এগেইন এর শুটিং করেছেন। আর বর্তমানে ফের ক্যামেরার সামনে তাঁকে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, দিলজিত দশাঞ্জের শোয়ে তিনি মা হওয়ার পর প্রথম ক্যমেরার সামনে আসেন। এবং মাম্মা গ্লো যেন ফেটে পড়ছে তাঁর। মেয়ে হওয়ার প্র তিনি যে আরও সুন্দর হয়ে গিয়েছেন, সেকথা অস্বীকার করার নয়।